শিরোনাম
◈ বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে   ◈ স্থানীয় জনগণ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে  পরিকল্পনা প্রণয়ণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ সব শক্তি, সাহস পেয়েছি মা-বাবার কাছ থেকে: প্রধানমন্ত্রী ◈ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে শুভেচ্ছা ◈ অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে ব্রিটেন  ◈ কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৫, আহত ৭ ◈ নাইজেরিয়ায় মসজিদে তালা দিয়ে আগুন, ১১ মুসল্লির মৃত্যু ◈ র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এমন দাবি মিথ্যা: যুক্তরাষ্ট্র ◈ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর প্রাণহানি চেষ্টার নিন্দা জানালেন শেখ হাসিনা ◈ এনইসি সভায় ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহিনবাগ ও জামিয়ায় সিএএ বিরোধী আন্দোলন রাজনৈতিক চক্রান্ত অভিযোগ মোদীর

ইয়াসিন আরাফাত : আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে  সোমবার পূর্ব দিল্লির কারকারডুমায় বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন বিজেপি বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করে মোদী বলেন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের পিছনে রাজনৈতিক মদত রয়েছে।কোলকাতা ২৪

এসময় উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মোদী বলেন, দিল্লিতে এবার বিজেপি ক্ষমতায় এলে ঢালাও ভাবে দিল্লিতে উন্নয়ন করা হবে। পাশাপাশি রাজধানীর কলোনিগুলোতে উন্নয়নের আশ্বাস দেন তিনি।  বক্তৃতায় মোদী বলেন, দিল্লি জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কলোনিগুলোতে কম-বেশি ৪০ লক্ষ মানুষ বাস করেন। তারা কোনওদিন নিজেদের বাড়ি তৈরির কথা ভাবতে পারেননি। এবার তাদের সেই স্বপ্ন সত্যি হওয়ার সময় এসেছে।

এসময় কেজরিওয়ালের সরকারকে কটাক্ষ করে মোদীর বলেন, এখনও যদি এই সরকার দিল্লিতে ক্ষমতায় থেকে যায় তবে উন্নয়নের কাজ পদে পদে বাধাপ্রাপ্ত হবে। রাজনীতি করা ছাড়া, দিল্লির সরকার কিছুই জানে না।

আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আবেদন জানানোর পাশাপাশি মোদী আরও বলেন, এবার দিল্লিবাসীর ভোটদান দেশে বদল আনবে। দিল্লির সার্বিক উন্নয়নের জন্য এবার ভোট দেবেন মানুষ। জীবনযাত্রার মানের উন্নয়ন চেয়ে এবার ভোটের লাইনে দাঁড়াবে দিল্লিবাসী। ঘৃণার রাজনীতি দিয়ে দেশ চলে না, উন্নয়ন সংক্রান্ত নীতিই দেশকে এগিয়ে নিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়