সাইফুর রহমান : শনিবার আসামের বুড়ি দিহিং নদীর তলদেশ দিয়ে যাওয়া একটি অপরিশোধিত তেলের পাইপলাইনে বিস্ফোরণের ফলে নদীতে ছড়িয়ে পড়া তেলে আগুন ধরে যায়। প্রদেশের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরের দিব্রুগড় জেলার এই ছোট্ট নদীটির অবস্থান। এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
ভারতীয় পেট্রেলিয়াম কর্পোরেশন জানিয়েছে, তেলের পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে সাধারণত পাইপলাইনে লিকেজের ঘটনা ঘটে। আসামের পাহাড়ি অঞ্চলের তেলক্ষেত্রগুলো থেকে সব অপরিশোধিত তেল ওই পাইপলাইনের মাধ্যমে সংগ্রহ করা হয়।
কর্তৃপক্ষের দাবি, নদীতে অপরিশোধিত তেল ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা তাতে আগুন ধরিয়ে দিতে পারেন। তবে এক দল বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসছে বলেও দাবি করে তারা। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় কর্তৃপক্ষ। কিন্তু এর ফলে স্থানীয় বাস্তুসংস্থানে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।