শাহীন খন্দকার : করোনা ভাইরাস বিষয়ে আমাদের করণীয় শীর্ষক সেমিনার সোমবার (৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কানিমশ বড়ুয়ার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে করোনা ভাইরাস ও করনীয় নির্ধারনে সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন অনুষদে ডীন অধ্যাপক ডা. জিলন মিঞা সরকার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রমুখ।
সভায় করোনা ভাইরাসের বিষয়ে করণীয় নির্ধারণের লক্ষ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি (Standard Operating Procedure-SOP) প্রণয়ণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেডিসিন অনুষদে ডীন অধ্যাপক ডা. জিলন মিঞা সরকারকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, ভাইরোলজি বিভাগের অধ্যাপক আফজালুন নেছা, রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন।
কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পরিচালক (হাসপাতাল) ব্রিগে. জেনা. এ কে মাহবুবুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া মহোদয়। আগামী ৩ কর্মদিবসের মধ্যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি (Standard Operating Procedure-SOP) সহ প্রতিবেদন পেশ করার জন্য নির্দেশ দিয়েছেন।