শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি প্রার্থীদের অবস্থা অকুল সমুদ্রে তরী বাইছেন

নাদেরা সুলতানা নদী

জীবন জিন্দেগী অনেকটাই বদলে গেছে আমার। কোনো কিছু নিয়ে লম্বা সময় কাটাবো সে জো নেই। তারপরও আমার প্রতিদিনের রুটিনে বাংলাদেশের কোনো না কোনো একটা চ্যানেলে সংবাদ দেখা বা বিশ্ব সংবাদ দেখাটা হোক সে অল্প সময়, এখনো আছে। ১ ফেব্রুয়ারি সকালেই দেখছিলাম বাংলাদেশের ঢাকা সিটি করপোরেশন নির্বাচন হালচাল। নানা কারণে আলোচনা বেশ তুঙ্গেই ছিলো। নির্বাচন কমিশনকে ঘিরে আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি অভিযোগ ছিলো বেশ কৌতূহলের। আমি প্রায় ভাবতেই বসেছিলাম ‘আজ কিছু হতে চলেছে’।
মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়ে বের হলেন এবং যথারীতি হাসিমুখে মুখোমুখি হলেন সাংবাদিকদের। কথা বললেন, তিনি তার কেন্দ্রের প্রথম ভোটার, ভোট দিয়েছেন তাপসকে, তাকেই দেবেন এটা তো অবাক হওয়ার কিছু নেই। তিনি যখন বলছিলেন তা, আমি অল্প একটু সময় ফ্যান্টাসি ভুবনে চলে গেলাম। নিজেকে সাংবাদিকদের কাতারে দাঁড়িয়ে মনে হলো আমি হলে যখনই বলছিলেন, ‘আমি আমার ভোট তাপসকে দিয়ে এলাম’ আমি তাকে প্রশ্ন করতাম, ‘আর ইউ শিউর মাননীয়’? ধরে নিলাম, আমি তার জায়গায় দাঁড়িয়ে... আমার বোধ বিবেচনায় আমি নিজেকে গোটা বাংলাদেশের মানুষের প্রতিনিধি ভাবতাম (কিছু মানুষ আমাকে বা আমার দলকে পছন্দ করে না এই সত্য মেনে নিয়েই)। বলতাম ‘আমি ভোট দিয়েছি, ঢাকাকে আগামী সময়ে যে তার সবটুকু শ্রম, শক্তি সাহস, মেধা দিয়ে ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আমার মনে হয়েছে। আমি আমার দলকে যে ভালোবাসি তা তো আপনাদের জানাই আছে। যে বা যারা ইলেকশনে অংশ নিয়েছেন তাদের সবার জন্য শুভকামনা এবং ফলাফল যাই আসুক আশা করি সবাই মিলে ঢাকাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবেন সুন্দর আগামীতে। প্রধানমন্ত্রী এমন বলেন না, কারণ তিনি এবং তার দল আছেন এখন ডাইরেক্ট অ্যাকশনে। মেয়র প্রার্থী মি. আতিকুলের বক্তব্য শুনে হতাশ হয়েছি। তিনি ‘মাশআল্লাহ’ আর ‘আলহামদুলিল্লাহ’ নিয়ে আছেন এক ধরনের সংকটে। কোন বাক্যের আগে বা পরে হবে সেটাই বুঝতে পারছিলেন না। যদিও প্রয়াত আনিসুল হকের মতো সবাই সুন্দর বলবেন এমন আশা করা ঠিক নয়। বিএনপি প্রার্থীদের অবস্থা অকুল সমুদ্রে তরী বাইছেন... নানামুখী আক্রমণ সরকারের। নেই দলের হাই কমান্ডের সঠিক দিক নির্দেশনা। জামায়াতের মতো একটা দলের পূর্ণ সমর্থনপুষ্ট হয়েও ভোটের মাঠে আক্রমণাত্মক বা দলের ১০০ শতাংশ এফোর্ট দেখা যাচ্ছে না। বামদের আপনারা পছন্দ করেন না, কারণ তাদের মেধা ছাড়া আপনারা যা আশা করেন তার কিছুই নেই। টাকা, পেশী শক্তি, দুর্নীতি করার মানসিকতা। নির্বাচন কমিশনে বক্তব্যে মাঝে মাঝেই ভাষাহীন হয়ে যাই... টেনেমেনে ৩১-৩২ (পাস মার্কস ৩৩ও নয়) পেয়েই তৃপ্তির ঢেঁকুর তুলছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ যেন অনেকটা কেউ একজন সারা শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাওয়ার পর, কেউ একজন লাশ দেখতে এসে বলছেন যাই হোক ‘চোখটা বাঁচছে’। ভোট দিতেই আসেনি ৬০-৭০ শতাংশ মানুষ, যদিও নাগরিক জীবনে এর নানা সংকটের কারণ বিশ্লেষণ করে পাওয়াই যাবে। কিন্তু সবচেয়ে বড় কারণ ভোটারদের ‘আস্থাহীনতা’। সেটা কী আর ফিরবে, পারবেন আপনারা ফেরাতে? (নির্বাচন নিয়ে এটাই আমার একমাত্র এবং শেষ পোস্ট, সব কিছুর পর চাই ঢাকার মঙ্গল হোক, সুস্থ ও নিরাপদ হোক। সুন্দর হয়ে উঠুক এই শহর)। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়