শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা দ্বিতীয় এবং ক্যারিয়ারে অষ্টমবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন জোকোভিচ

আক্তারুজ্জামান : মেলবোর্ন কোর্টের রাজা হিসেবেই খ্যাত হচ্ছেন নোভাক জোকোভিচ। কেননা এই কোর্ট থেকেই আটবার শিরোপা জিতেছেন সার্বিয়ান তারকা জোকার। এবারের আসরের ফাইনালে অস্ট্রিয়ার তরুণ তুর্কি ডোমিনিক থিয়েমকে হারিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে নিলেন সার্ব তারকা। এ নিয়ে ক্যারিয়ারে ১৭তম গ্র্যান্ড স্লাম জিতলেন র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নোভাক।

রোববার মেলবোর্নের রড লেভার আরিনা মাঠে পুরুষ এককের ফাইনালে দুর্দান্ত লড়াই দেখেছেন দর্শকরা। কেউ কাউকে এতটুকুও ছাড় দেননি। প্রথম সেট জিতলেও পরপর দুটি দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে পিছিয়ে পড়েছিলেন জোকার। সেই সময় প্রথমবার কোনো গ্র্যান্ড স্লাম জেতার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ২৬ বছরের থিয়েম। কিন্তু চতুর্থ ও পঞ্চম সেটে আক্রমণাত্মকভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেন ৩২ বছরের জোকোভিচ।

প্রথম সেটে ৬-৪ গেমে জেতেন জোকোভিচ। দ্বিতীয় সেটে ৪-৬ ও তৃতীয় সেটে ২-৬ গেমে হারেন। মানে থিয়েমের কাছে একেবারে বিধ্বস্ত হন এ দুটি সেটে। চতুর্থ সেটে ৬-৩ এবং পঞ্চম সেটে ৬-৪ গেমের সহজ জয়ে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা মূল্যমানের শিরোপা নিজের করে নেন। ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালের পর এবারও জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। আর এ জয়ে পুনরায় র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়