আক্তারুজ্জামান : মেলবোর্ন কোর্টের রাজা হিসেবেই খ্যাত হচ্ছেন নোভাক জোকোভিচ। কেননা এই কোর্ট থেকেই আটবার শিরোপা জিতেছেন সার্বিয়ান তারকা জোকার। এবারের আসরের ফাইনালে অস্ট্রিয়ার তরুণ তুর্কি ডোমিনিক থিয়েমকে হারিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে নিলেন সার্ব তারকা। এ নিয়ে ক্যারিয়ারে ১৭তম গ্র্যান্ড স্লাম জিতলেন র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা নোভাক।
রোববার মেলবোর্নের রড লেভার আরিনা মাঠে পুরুষ এককের ফাইনালে দুর্দান্ত লড়াই দেখেছেন দর্শকরা। কেউ কাউকে এতটুকুও ছাড় দেননি। প্রথম সেট জিতলেও পরপর দুটি দ্বিতীয় ও তৃতীয় সেটে হেরে পিছিয়ে পড়েছিলেন জোকার। সেই সময় প্রথমবার কোনো গ্র্যান্ড স্লাম জেতার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ২৬ বছরের থিয়েম। কিন্তু চতুর্থ ও পঞ্চম সেটে আক্রমণাত্মকভাবে ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে নেন ৩২ বছরের জোকোভিচ।
প্রথম সেটে ৬-৪ গেমে জেতেন জোকোভিচ। দ্বিতীয় সেটে ৪-৬ ও তৃতীয় সেটে ২-৬ গেমে হারেন। মানে থিয়েমের কাছে একেবারে বিধ্বস্ত হন এ দুটি সেটে। চতুর্থ সেটে ৬-৩ এবং পঞ্চম সেটে ৬-৪ গেমের সহজ জয়ে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা মূল্যমানের শিরোপা নিজের করে নেন। ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালের পর এবারও জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। আর এ জয়ে পুনরায় র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এসেছেন।