শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০১ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে কর্মরত বাংলাদেশি টেনিস কোচের অধিকাংশই দেশে ফিরেছেন, বাকিরা আক্রান্ত এলাকা থেকে দূরে থাকায় আসছেন না

আক্তারুজ্জামান : চীনে বিভিন্ন টেনিস একাডেমিতে কোচ হিসেবে কাজ করছেন ২৫ জন বাংলাদেশি। করোনাভাইরাস আতঙ্কে বেশির ভাগই ফিরে এসেছেন দেশে। উংদুনে অবস্থানকারীদের মধ্যে ভাইরাসের প্রবণতা কম থাকায় সেখানকার কেউ আসেননি। তথ্যগুলো জানিয়েছেন বাংলাদেশি সাবেক টেনিস খেলোয়াড় মাকসুদুল করিম। যিনি বাংলাদেশে এসেছেন গত ২৯ ডিসেম্বর।

চীনের সাংহাই শহরের শিয়াংশিয়াং টেনিস একাডেমিতে কোচের দায়িত্ব পালন করছেন মাকসুদুল। সাংহাই নগরীতে করোনাভাইরাস ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে একাডেমির মালিকের কাছে ছুটির আবেদন করেন। প্রথম কয়েক দফায় মঞ্জুর না হওয়ায় ‘জীবন বাঁচানোর’ কথা শুনিয়ে ছুটি নিয়েছেন।

তিনি জানালেন, ওখানকার পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছিল। দোকান পাট সব বন্ধ। মানুষ বাইরে বের হয় না। আমার খাবারও শেষ হয়ে আসছিল। শেষমেষ অনুরোধের ছুটি নিয়েই দেশে ফিরেছি। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ফিরবো না।

জাতীয় দলের সাবেক টেনিস খেলোয়াড় শাহনেওয়াজ আহমেদ স্ত্রীকে সঙ্গে নিয়ে সাংহাই থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরেছেন তিনি। ২০১৭ সালে চীনে পাড়ি জমানো শাহনেওয়াজ এখন সাংহাইয়ে তিনটি একাডেমির মালিক। শেষ ১৯ ডিসেম্বর দেশে এসে ছুটি কাটিয়ে আবার ২৬ তারিখ ফিরে গিয়েছিলেন সাংহাই। কিন্তু সেখানকার অবস্থা বেগতিক দেখে ২৮ তারিখেই আবার দেশে ফিরেছেন।

বেইজিংয়ে থাকেন আরেক সাবেক টেনিস খেলোয়াড় আখতার হোসেন। দুই সপ্তাহ আগে বাবার চিকিৎসার জন্য এসেছেন ভারতে। কলকাতা থেকেই আবার ফিরে যাওয়ার কথা ছিল বেইজিং। কিন্তু এখন আর একাডেমিতে না গিয়ে বাংলাদেশে ফিরেছেন ডেভিস কাপ খেলা আখতার।

গুয়াংজু প্রদেশের দুঙ্গনে গ্যালপ একাডেমিতে কোচ হিসেবে আছেন নাইমুল ইসলাম। সেখান তার সঙ্গে এখনো আছেন আরও সাত বাংলাদেশি। সেখানকার পরিস্থিতি এখনো সহনীয় পর্যায়ে আছে বলে দেশে ফেরার কোনো ভাবনা নেই নিয়ামুলদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়