মহেরেুবা শহীদ : শুক্রবার ভোর পাঁচটায় নাগরোটায় টোল প্লাজার কাছের মহাসড়কে শ্রীনগর থেকে আসা একটি ট্রাককে তল্লাশির জন্য থামানো হয়। এসময় ট্রাকের ভেতর থেকে তিন-চার জন সন্ত্রাসী আচমকা পুলিশের ওপর গুলি ছোড়েন। পালটা গুলি চালান পুলিশকর্মীরাও। আহত এক পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইয়ন ও এনডিটিভি
ঘটনার পর সাময়িকভাবে নাগরোটায় যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। নিরাপত্তা জনিত কারণে শুক্রবার ঐ এলাকায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সম্পাদনা: রাশিদ রিয়াজ