শিরোনাম

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিয়ের বাজারে ঘুষখোর পাত্রের কদর বেশি

 

মুনশি জাকির হোসেন : বিয়ের বাজারে ঘুষখোর পাত্রের কদর বেশি। একজন মেয়েও পাবেন না যিনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলবেন, আমি ঘুষখোরকে বিয়ে করবো না। প্রশ্ন ফাঁসকারী, প্রশ্নের ক্রেতা, বিক্রেতা সবাই তো শিক্ষিত। এখানে তো কোনো কৃষক, শ্রমিক, রিকশা, ভ্যানচালক নেই। এমনকি এই চক্রে এক বিচারপতির পরিবারও ছিলো। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি গেলো ১৭ বছর ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করে না। এটিকে বড় বড় আইনজ্ঞরা দুর্নীতি মনে করেন না। যদিও তারা আমাদের সংবিধান শেখান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শীর্ষস্থানীয় চিকিৎসক, আইনজীবীদের নিয়ে দুর্নীতিবিরোধী সেমিনার করলে সবাই তত্ত্ব, তথ্য, উচ্চ মার্গীয় রেফারেন্স দিয়ে বরেণ্য স্যারেরা আমাদের দুর্নীতিবিরোধী জ্ঞান বিতরণ করবেন। তবে প্যারাডক্সিক্যালি তারা কেউই নিজ নিজ প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে কস্মিন কালেও কথা বলবেন না। আদালতের চেয়ার টেবিলও ঘুষ খায়। চিকিৎসকদের বিরুদ্ধে কথা বলাও বিপদ। কথিত আছে, লাট সাহেবের বিরুদ্ধে কথা বললে চিকিৎসকের কাছে পাঠিয়ে দেন। আর চিকিৎসকের বিরুদ্ধে কথা বললে তারা সোজা ভগবানের নিকট পাঠিয়ে দেন।

সাড়ে তিন হাত মানুষের জন্য সাড়ে তিন হাত জায়গা যথেষ্ট নয়। তবে সেটি যে যথেষ্ট সেই বাস্তবতা সম্পর্কে আমরা নিত্য উদাসীন, দেশে ভূমিহীন মানুষের সংখ্যা ৫০ লাখের উপরে। নদী ভাঙনে রাতের ব্যবধানে লাখো মানুষের আমির থেকে ফকির হওয়ার এই দেশে গলফ ক্লাবের সংখ্যা দুই কুড়ির বেশি। ওই ২০ বা ততোধিক গলফ ক্লাবের কয়েক হাজার একর জমির উপরে কয়েক কোটি মানুষের আবাসন গড়ে তোলা সম্ভব। বস্তি এবং গলফ ক্লাব একই পুঁজিবাদের দুই অবশ্যম্ভাবী গন্তব্য। বঙ্গবন্ধু দুর্নীতির অভিযোগে ৭৩-এর সংসদের প্রায় ১৫ জন সংসদ সদস্য, নেতাকে আওয়ামী লিগ থেকে বহিষ্কার করেছিলেন। শেখ হাসিনা সেই পথেই যাচ্ছেন। আওয়ামী লীগের ৯৬ থেকে ২০১৮ সালের ৩ সরকারি আমলে যে সব রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের তথ্য-প্রমাণ এসেছে তাদের সবাইকেই ংষড়ি নঁঃ ংঃবধফু পথে রাজনীতি এবং সরকার পরিচালনা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে।

আওয়ামী লীগের ঘাড়ে বন্দুক রেখে শিকার ধরা, কিংবা আওয়ামী লীগের মাথায় বরই রেখে লবণ দিয়ে বরই খাওয়া একটি বুদ্ধিবৃত্তিক শয়তান কুচক্রী আছে যারা যতো আইনের শাসন, যতো মানবাধিকার, যতো সুশাসন সবই আওয়ামী লীগের কাছে প্রত্যাশা করে। তারাই আবার জামায়াত-শিবির-বিএনপির অপকর্মের বিষয়ে মুখে খিড়কি সাঁটিয়ে বসে থাকে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়