বিশ্বজিৎ দত্ত : বেশির ভাগ করোনা ভাইরাস বিপদজ্জনক নয়। বৃটিশ স্কুল অব মেডিসিনের বরাত দিয়ে এমডি ওয়েবে বলা হয়েছে, বিশ্রাম, চিকিৎসকের পরামর্শ ও পানি পানের মাধ্যমে করোনা ভাইরাসের চিকিৎসা করা হয়।
২০১২ সালে সৌদিআরব ও আশপাশের কয়েকটি দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের পাওয়া যায়। সেই সময়ে প্রায় ৮৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ২০২০ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনে নতুন একটি করোনা ভাইরাস আবিস্কার করে। এর নাম দেয়া হয়েছে, নোভেল করোনা ভাইরাস (এনসিওভি)। চীনে এ ভাইরাসে এখন পর্যন্ত ৩০০ লোক মারা গেছেন।
এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ হলো, সর্দিতে নাক বন্ধ হয়ে যাওয়া, কাশি, গলায় ব্যাথা ও সংক্রমণ, কফ। বাচ্চাদের কানেও এই ভাইরাস আক্রমন করতে পারে। সাধারণত আক্রান্ত ব্যাক্তির স্পর্শে এই ভাইরাস ছড়ায়। এটি প্রধানত শীতকালীন রোগ। শীত চলে গেলে এর প্রকোপ কমে যায়। তবে কেউ আক্রান্ত থাকলে যেকোন সময়ে তা সংক্রমিত হতে পারে।