মশিউর অর্ণব : সোমবার পোল্যান্ডের অসউইটজ ডেথ ক্যাম্পের ৭৫ তম বার্ষিকীতে যোগ দিয়ে ইহুদিদের রক্ষায় ব্যর্থতার জন্য প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট।
হলোকাস্টের ঘটনায় ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘কোনও শব্দ দিয়েই আসলে হলোকাস্টের ভয়াবহতা ও নৃশংসতাকে বর্ণনা করা যায়না। সামগ্রিক দিক বিবেচনায় আমাদের ভূমিকা খুবই সামান্য ছিল। তারপরও ইহুদিদের যথেষ্ট সুরক্ষা দিতে ও সাহায্য করতে আমরা ব্যর্থ হয়েছি। এমনকি তাদেরকে যথাযথ স্বীকৃতিও দিতে পারিনি। এখন পর্যন্ত যারা বেঁচে আছেন, তাদের কাছে ঐ সময়ের সরকারের ভূমিকার জন্য আমি বর্তমান সরকারের পক্ষ থেকে ক্ষমা চাইছি।’
হলোকাস্টে নিহত ৬০ লাখ ইহুদির মধ্যে প্রায় এক লক্ষাধিকই ছিলো নেদারল্যান্ডের বাসিন্দা।