শিরোনাম
◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২০, ০২:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৩০ জানুয়ারি নৌকার পক্ষে গণমিছিলের মাধ্যমে তাপসের বিজয় সুনিশ্চিত করতে হবে, বললেন আমির হোসেন আমু

সমীরণ রায় : সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলায়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক যৌথসভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনের কয়েক দিন আগে বঙ্গবন্ধুর নৌকার যে মিছিল হয়েছিল তাতে জনগণ বুঝতে পেরেছিল নির্বাচনে আওয়ামী লীগই জয় লাভ করবে।

আমু আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে বিজয়ী করে স্বাধীনতা পেয়েছিলাম। বঙ্গবন্ধুর সেই দিনকে সামনে রেখে নৌকা মার্কার প্রার্থী তাপসের বিজয়কেও সুনিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মুজিববর্ষের আগে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস প্রার্থী। বঙ্গবন্ধুর সেই দিনকে সামনে এনে তাপসের বিজয়কে নিশ্চিত করতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কার্যনিবাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়