মুসফিরাহ হাবীব: প্রবীণ ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহের মেয়ে হীবা শাহ পড়েছেন বিপাকে। এক পশু চিকিৎসালয়ের দুই মহিলা কর্মীকে মারধরের অভিযোগে মুম্বইয়ের ভারসোভা থানায় হীবার বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হয়েছে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ জানুয়ারি হীবা তার বন্ধুর দু’টি বিড়ালকে নিয়ে মুম্বইয়ের ভারসোভা অঞ্চলের ওই পশু চিকিৎসা কেন্দ্রে যান। সেখানেই বিভিন্ন কারণে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসা বেধে যায় তার। পরে ক্লিনিকের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা দুটি হয়েছে।
হিবা শাহ মঞ্চ, ছোটপর্দা এবং ওয়েবে অত্যন্ত সুপরিচিত একজন অভিনেত্রী। ক্লিনিকের দুই কর্মচারীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে হিবার বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্লিনিকে অন্য একটি অপারেশন চলার কারণে হিবাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু কর্মীদের অভিযোগ, হিবা নাকি তখন অত্যন্ত রেগে যান এবং বলে ওঠেন, ”জানেন আমি কে?” হিবার ব্যবহারে বিরক্ত হয়ে ক্লিনিকের কর্মীরা নাকি তাকে ক্লিনিক ছেড়ে চলেও যেতে বলেন।
অন্যদিকে, হিবার অভিযোগ, বাদানুবাদটা কর্মীদের দিক থেকেই প্রথম শুরু হয়েছিল। তাকে যথাযথ সাহায্য করেননি হাসপাতালের কর্মীরা। এমনকি, ক্লিনিকে রিক্সা থেকে নামার সময়েও কেউ এগিয়ে এসে তার হাত থেকে ‘ক্যাট কেজ’ নেননি। বচসার গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্লিনিকের সিসিটিভি ক্যামেরায়। হাসপাতালের তরফে সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং মামলা করা হয়।