শিরোনাম
◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি ◈ শ্রম আইন সংশোধন বিষয়ে যে বার্তা দিলো ইইউ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসিরুদ্দিনের মেয়ে হিবার বিরুদ্ধে জোড়া মামলা দায়ের

মুসফিরাহ হাবীব: প্রবীণ ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহের মেয়ে হীবা শাহ পড়েছেন বিপাকে। এক পশু চিকিৎসালয়ের দুই মহিলা কর্মীকে মারধরের অভিযোগে মুম্বইয়ের ভারসোভা থানায় হীবার বিরুদ্ধে জোড়া মামলা দায়ের হয়েছে।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ জানুয়ারি হীবা তার বন্ধুর দু’টি বিড়ালকে নিয়ে মুম্বইয়ের ভারসোভা অঞ্চলের ওই পশু চিকিৎসা কেন্দ্রে যান। সেখানেই বিভিন্ন কারণে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বচসা বেধে যায় তার। পরে ক্লিনিকের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা দুটি হয়েছে।

হিবা শাহ মঞ্চ, ছোটপর্দা এবং ওয়েবে অত্যন্ত সুপরিচিত একজন অভিনেত্রী। ক্লিনিকের দুই কর্মচারীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে হিবার বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্লিনিকে অন্য একটি অপারেশন চলার কারণে হিবাকে অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু কর্মীদের অভিযোগ, হিবা নাকি তখন অত্যন্ত রেগে যান এবং বলে ওঠেন, ”জানেন আমি কে?” হিবার ব্যবহারে বিরক্ত হয়ে ক্লিনিকের কর্মীরা নাকি তাকে ক্লিনিক ছেড়ে চলেও যেতে বলেন।

অন্যদিকে, হিবার অভিযোগ, বাদানুবাদটা কর্মীদের দিক থেকেই প্রথম শুরু হয়েছিল। তাকে যথাযথ সাহায্য করেননি হাসপাতালের কর্মীরা। এমনকি, ক্লিনিকে রিক্সা থেকে নামার সময়েও কেউ এগিয়ে এসে তার হাত থেকে ‘ক্যাট কেজ’ নেননি। বচসার গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্লিনিকের সিসিটিভি ক্যামেরায়। হাসপাতালের তরফে সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়