শিরোনাম
◈ জাতিসংঘসহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ◈ পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনেই শীর্ষ পদে শিবির প্রার্থীদের জয়ের কারণ কী? ◈ এনআইডি সংশোধন চালু নিয়ে নতুন সিদ্ধান্ত ◈ গাজীপুরে ঝুটের আগুন ছড়িয়েছে ১০ গুদামে, ৩ ঘণ্টাতেও আসেনি নিয়ন্ত্রণে (ভিডিও) ◈ আমরা খেলব, কিন্তু ভারতের বাইরে খেলব: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ চিকিৎসা খরচ কমাতে বড় পদক্ষেপ সরকারের ◈ যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক হলেও অস্বাভাবিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ হাসনাতের আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল: চেম্বার আদালতের রায় ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক কি পুনর্গঠন হবে? : ফরেন পলিসির বিশেষ প্রতিবেদন ◈ ধর্মঘট প্রত্যাহার, এলপি গ্যাস বিক্রি শুরু

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর কদমতলীতে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যা

মোস্তাফিজুর রহমান : রাজধানীর কদমতলীতে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। গৃহবধূর নাম আমেনা আক্তার রুমা (২৬)। তিনি গার্মেন্টসে কাজ করতো। তার স্বামী মোঃ মামুন প্রেস কর্মচারী।

এ ঘটনায় মৃতের স্বামী মোঃ মামুন কে সোমবার সকালে আটক করে পুলিশে দিয়েছে, মৃতের স্বজনেরা।

সত্যতা নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সিহাব উদ্দিন। তিনি বলেন, রবিবার বিষপানের অভিযোগ এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে ভর্তি করেন তার স্বামী। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটায় মারা যায়। সোমবার বিকালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। তিনি বলেন, তদন্ত পূর্বক ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

মর্গে মৃতের চাচাতো ভাই আবুল বাশার বাবুল অভিযোগ করে বলেন, তারা প্রেম করে বিয়ে করেন প্রায় ছয় বছর আগে। এ কারনে তার সাথে তেমন কোন যোগাযোগ ছিল না। তাদের কোন সন্তান নেই। বিয়ের পর প্রথম ২/৩ বছর ভালোই ছিল তারা। পরে জানতে পারি প্রায়ই তাকে মারধর করতো। আমেনার কাছে তিন লাখ টাকা ছিল, ঐ টাকা টা তার স্বামী নিয়ে গেছেন। আমেনা গার্মেন্টসে কাজ করতো। তার স্বামী প্রেসে কাজ করতো। তার দাবী সে বিষপান করতে পারে না। তাকে নির্যাতনের পর বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মৃতের স্বামী কে আটক করে পুলিশের কাছে দিয়েছি।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মৃত মনু মিয়ার মেয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়