মোস্তাফিজুর রহমান : রাজধানীর কদমতলীতে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ করেছে স্বজনরা। গৃহবধূর নাম আমেনা আক্তার রুমা (২৬)। তিনি গার্মেন্টসে কাজ করতো। তার স্বামী মোঃ মামুন প্রেস কর্মচারী।
এ ঘটনায় মৃতের স্বামী মোঃ মামুন কে সোমবার সকালে আটক করে পুলিশে দিয়েছে, মৃতের স্বজনেরা।
সত্যতা নিশ্চিত করেন কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সিহাব উদ্দিন। তিনি বলেন, রবিবার বিষপানের অভিযোগ এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাতে ভর্তি করেন তার স্বামী। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে বারোটায় মারা যায়। সোমবার বিকালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। তিনি বলেন, তদন্ত পূর্বক ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
মর্গে মৃতের চাচাতো ভাই আবুল বাশার বাবুল অভিযোগ করে বলেন, তারা প্রেম করে বিয়ে করেন প্রায় ছয় বছর আগে। এ কারনে তার সাথে তেমন কোন যোগাযোগ ছিল না। তাদের কোন সন্তান নেই। বিয়ের পর প্রথম ২/৩ বছর ভালোই ছিল তারা। পরে জানতে পারি প্রায়ই তাকে মারধর করতো। আমেনার কাছে তিন লাখ টাকা ছিল, ঐ টাকা টা তার স্বামী নিয়ে গেছেন। আমেনা গার্মেন্টসে কাজ করতো। তার স্বামী প্রেসে কাজ করতো। তার দাবী সে বিষপান করতে পারে না। তাকে নির্যাতনের পর বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, মৃতের স্বামী কে আটক করে পুলিশের কাছে দিয়েছি।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ইছাপুরা গ্রামের মৃত মনু মিয়ার মেয়ে।