নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্কুল ক্রিকেট টুর্নামেন্টে শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজকে ১৬ রানে হারিয়ে টুর্নামেন্ট শিরোপা জিতে নিলো লোকনাথ উচ্চ বিদ্যালয়।
গতকাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের ফাইনালে লোকনাথ উচ্চ বিদ্যালয় টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৪ ওভারে ১২২ রান সংগ্রহ করে। দলের পক্ষে নূর ৪২ ও রিমন ২১ রান করেন। তারেক ২৫ রানে ৪টি ও তুসমিত ১৭ রানে ৩টি উইকেট নেন।
১২৩ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ ৮ উইকেটে ১০৬ রানে গুটিয়ে যায়। নাবিদ ১৬ ও বর্ণ ১৪ রান করেন। পারভেজ ১৩ রানে ৩টি ও নূর ২০ রানে ২টি উইকেট নেন।
ম্যাচ সেরা হন লোকনাথের নূর।
১৫টি উইকেটের সঙ্গে ১৩৩ রান নিয়ে সেরা বোলার ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন হাজি মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের তরিকুল ইসলাম জয়। ২টি সেঞ্চুরিসহ ৪৬৪ রান করে সেরা ব্যাটসম্যান হয়েছেন মাইনুল।
খেলা শেষে প্রধান অতিথি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহবায়ক খালেদ মাসুদ পাইলট ও ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর, ক্রিয়েটিভ এন্ড পাবলিকেশন মার্কেটিং রবিউল ইসলাম মিল্টন।