শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি, সাংবাদিক সঙ্গে মতবিনিময় সভায় ইশরাক

শিমুল মাহমুদঃ সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাব থেকে মতবিনিময় সভা শুরু করেন ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।এরপর সেখান থেকে যান ডিআরইউতে। সেখানে মতবিনিময় সভা শেষ করে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যান ইশরাক হোসেন।

জাতীয় প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইশরাক হোসেন বলেন, আমি সাংবাদিক নেতাদের কাছে দোয়া নিতে আসছি। গত ১৮ দিনের প্রচারণায় আমার সঙ্গে থেকে মিডিয়ার ভাইয়েরা নিরলস পরিশ্রম করে কাভারেজ দিয়েছে, সে জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে এসেছি।

গতকালের হামলা সম্পর্কে তিনি বলেন, ‘গত ১৮ দিন আমরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে আসছিলাম। কিন্তু গতকাল ৪১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর নির্বাচনি ক্যাম্পের পাশ দিয়ে যাওয়ার সময় অতর্কিত হামলা চালানো হয়। তিনজন সাংবাদিকসহ আমাদের ১২জন নেতাকর্মী আহত হন।

ইশরাক বলেন, আমরা যে আশঙ্কাটা করেছিলাম। অবশেষে সেটিই ঘটেছে। এই হামলার ঘটনায় উল্টা আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। আসামী করা হয়েছে ৫০জনকে। এরইমধ্যে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। মামলা-হামলার মাধ্যমে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা জাতীয় নির্বাচনের সময় দেখেছিলাম, সেটারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি।

মতবিনিময়কালে জাতীয় প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম বলেন, জাতীয় প্রেসক্লাব একটি সার্বজনীন প্রতিষ্ঠান। ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আগমনে আবারও সেটা প্রমাণ হলো।

তিনি বলেন, আমরা একটি নিরাপদ ঢাকা শহর চাই, বাসযোগ্য ঢাকা শহর চাই। এই ঢাকা শহরকে সুন্দরভাবে সাজানোর অঙ্গীকার নিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের যে চার জন মেয়র প্রার্থী হয়েছেন, তাদের সবার শিক্ষা, দীক্ষা, পারিবারিক ঐতিহ্যে রয়েছে। সাংবাদিক সমাজ তাদের সবার জন্য শুভকামনা করে। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর হয়ে সাংবাদিক সমাজ কাজ করে না। তবে সাংবাদিক সমাজ সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের পাশে থাকে।

সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ঢাকা দক্ষিণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আজ আমাদের সঙ্গে মতবিনিময় করতে এসেছেন। তাকে আমরা স্বাগত জানিয়েছি। আগামীকাল উত্তরে নৌকার মেয়র প্রার্থী আতিকুল ইসলাম, পরের দিন দক্ষিণে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ফজলে নূর তাপস আসতে চেয়েছেন। তাদেরও আমরা স্বাগত জানাব। আশা করি, ঢাকা উত্তরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও সময় করে আমাদের সঙ্গে মতবিনিময় করতে আসবেন। আমরা তাকেও স্বাগত জানাব।

ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত বলেন, দলমত নির্বিশেষে প্রয়াত সাদেক হোসেন খোকাকে সবাই পছন্দ করতেন। তার সন্তান হিসেবে ইশরাক হোসনকেও সবাই পছন্দ করে। সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমরা সবাই তার জন্য শুভকামনা করছি।

এ সময় তার সঙ্গে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খানসহ অন্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়