শিরোনাম
◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:১০ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশের আর কোনো মসজিদে অর্থায়ন করবে না সৌদি আরব

নিউজ ডেস্ক : বিদেশের মসজিদে অর্থায়ন বন্ধ করে দিচ্ছে সৌদি আরব।  তবে এরইমধ্যে যেসব মসজিদে সৌদি অর্থায়ন করেছে সেগুলো ‘নিরাপদ হাতে’ হস্তান্তর করা হবে।  দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্ট গণহত্যার শিকার ইহুদীদের ‘আউশভিৎস ক্যাম্প পরিদর্শনে গিয়ে এমন মন্তব্য করেছেন সৌদি আরবের সাবেক বিচারমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা।  খবর : দৈনিক আমাদের সময়।

আরবি ভাষার সংবাদমাধ্যম ‘আরাবি২১.কম’ এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যে গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থা ‘মিডল ইস্ট মনিটর’।

সুইজারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ‘লে মাতিন দিমাঞ্চে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি অর্থায়নকৃত মসজিদগুলো নিরাপদ হাতে হস্তান্তরের উদ্দেশে প্রতিটি মসজিদের জন্য প্রশাসনিক কাউন্সিল গঠন করা হবে।  আর এ প্রশাসনিক কাউন্সিল গঠনে স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা নেওয়া হবে।

সৌদি আরবের সাবেক এই বিচারমন্ত্রী বলেন, ‘জেনেভায় মুসলমানদের প্রতিনিধিত্ব করা জেনেভা মসজিদটি একটি সুইস প্রশাসনিক কাউন্সিলের হাতে হস্তান্তরের সময় এসেছে। এ জন্য সেখানে একজন আলেম নির্বাচন করা হবে।’

তিনি জানান, ‘নিরাপত্তাজনিত কারণে’ বিশ্বজুড়ে এ ধরনের সব মসজিদের ব্যাপারেই একই রকম পদক্ষেপ নেবে সৌদি আরব।

গত বৃহস্পতিবার গণহত্যার শিকার ইহুদীদের আউশভিৎস ক্যাম্পের ৭৫তম স্বাধীনতা বার্ষিকীতে সৌদি সরকারের নেতৃত্বে ওই ক্যাম্প পরিদর্শনে গিয়েছিল একটি প্রতিনিধি দল।  এ সময় গণহত্যার শিকার ইহুদীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়