শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোভিয়েতের পতন হয়েছে কেন্দ্রীকরণের জন্য, আমরা সেই পথেই হাঁটছি, বললেন-ডা.জাফরুল্লাহ চেীধুরী

জুনায়েদ কবির : রোববার রাতে ইনডিপেনডেন্ট টিভির “আজকের বাংলাদেশ” অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চেীধুরী আরোও বলেন, আমি বঙ্গবন্ধুর দল করি নি, কিন্তু উনি আমাদের সবার নেতা ।

তিনি বলেন, মেয়ররা যেসব ইশতেহার দিচ্ছেন কোনটাই করা তাদের পক্ষে সম্ভব না। তিনি মেয়রদের ক্ষমতা সম্পর্কে বলেন,ওনাদের অবস্থা ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মত । আর আতিকুল ইসলাম যদি জয়ী হয় ওনি সরকারি পক্ষের বলে হয়ত আগে সালাম পাবেন ,অন্য কোন কিছু লাভ হবে মনে হয় না, বলেন তিনি। তিনি বলেন, মেয়রদের একমাত্র শক্তি উনাদের সদিচ্ছা ।

তিনি বলেন,বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের কথাই বলছে না। বঙ্গবন্ধুর স্বপ্নের কথা ছিল জনগণের হাতে ক্ষমতায়ন। উনি ৬৫ টি জেলা গর্ভনর করেছিলেন কারণ জনগণ সব সুবিধা যেন তার হাতের নাগালে পায় ।

তিনি বলেন, দেশের উন্নয়ন করতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, বিদেশীদের কথা শোনা কমিয়ে দিতে হবে এবং তাদের পরামর্শ নেয়া থেকে বিরত থাকতে হবে ।

তিনি আরো বলেন, খালেদা জিয়া জামিন একটি জাতীয় ইস্যু, তার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। আমরা যদি সুন্দর শহর চাই, সুন্দর জীবন যাত্রা চাই তাহলে তারও তো সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে বলেও তিনি বলেন । সম্পদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়