জুনায়েদ কবির : রোববার রাতে ইনডিপেনডেন্ট টিভির “আজকের বাংলাদেশ” অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চেীধুরী আরোও বলেন, আমি বঙ্গবন্ধুর দল করি নি, কিন্তু উনি আমাদের সবার নেতা ।
তিনি বলেন, মেয়ররা যেসব ইশতেহার দিচ্ছেন কোনটাই করা তাদের পক্ষে সম্ভব না। তিনি মেয়রদের ক্ষমতা সম্পর্কে বলেন,ওনাদের অবস্থা ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দারের মত । আর আতিকুল ইসলাম যদি জয়ী হয় ওনি সরকারি পক্ষের বলে হয়ত আগে সালাম পাবেন ,অন্য কোন কিছু লাভ হবে মনে হয় না, বলেন তিনি। তিনি বলেন, মেয়রদের একমাত্র শক্তি উনাদের সদিচ্ছা ।
তিনি বলেন,বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্নের কথাই বলছে না। বঙ্গবন্ধুর স্বপ্নের কথা ছিল জনগণের হাতে ক্ষমতায়ন। উনি ৬৫ টি জেলা গর্ভনর করেছিলেন কারণ জনগণ সব সুবিধা যেন তার হাতের নাগালে পায় ।
তিনি বলেন, দেশের উন্নয়ন করতে হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে, বিদেশীদের কথা শোনা কমিয়ে দিতে হবে এবং তাদের পরামর্শ নেয়া থেকে বিরত থাকতে হবে ।
তিনি আরো বলেন, খালেদা জিয়া জামিন একটি জাতীয় ইস্যু, তার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। আমরা যদি সুন্দর শহর চাই, সুন্দর জীবন যাত্রা চাই তাহলে তারও তো সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার আছে বলেও তিনি বলেন । সম্পদনা : রাশিদ