শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুপিসাড়ে হয়ে গেলো বিসিএলের বিপ টেস্ট, আজ হবে প্লেয়ার ড্রাফটস

নিজস্ব প্রতিবেদক : গতকাল মিরপুর শেরে ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ইনডোরে ছিলো তারা মেলা। গতকাল সকাল থেকেই বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফিটনেস প্রমাণ করার জন্য জড়ো হতে থাকেন ক্রিকেটাররা।

রোববার সকাল ১০টায় শুরু হয় ক্রিকেটারদের বিপ টেস্ট। যেখানে অংশ নেন ঢাকার বাইরে অবস্থান করা ক্রিকেটাররাও। মূলত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বিসিএলে খেলার সুযোগ পেতেই নিজেদের ফিটনেসের পরীক্ষা দেন অংশগ্রহণ করা খেলোয়াড়েরা। ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্টটির অষ্টম সংস্করণ।
এদিন বিপ টেস্টে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের সাথে সমান ১৩.২ স্কোর করে যৌথভাবে শীর্ষ স্কোরার অনূর্ধ্ব-১৯ দলের রুয়েল মিয়া। অসুস্থতা কাটিয়ে ফেরা মোশাররফ হোসেন রুবেল করেছেন সর্বনিম্ন ৭.৬ স্কোর।

এবারের বিপ টেস্টে পাশ মার্কের জন্য ১১ স্কোর বেঁধে দিয়েছিলো বোর্ড। তবে টেস্টে অংশ নেওয়া ১৪২ ক্রিকেটারের মধ্যে ৮০ জনের বেশি পাশ মার্ক তুলতে ব্যর্থ হয়েছেন। এনিয়ে অবশ্য অভিযোগের কমতি ছিলো না ক্রিকেটারদের। সদ্য সমাপ্ত বিপিএলে অংশ নেয়া এক ক্রিকেটার বিপ টেস্টে ১২ এর উপর স্কোর করলেও নিজের উপর খুব বেশি খুশি নন তিনি। জানালেন বিপিএলে পাওয়া চোটের কারণে সেরা স্কোর গড়া হলো না তার।

আরেক ক্রিকেটার ইনডোর থেকে বের হলেন বেশ হতাশা নিয়েই। পাশ মার্ক ১১ থাকলেও ১০.৬ এর উপর তুলতে পারেননি তিনি। জানালেন, সবাইতো আর বিপিএলে সুযোগ পায় না! এদিকে বিপ টেস্টের দুদিন আগে হঠাৎ ফোন দিয়ে জানানো হলো এই টেস্টের কথা। যার জন্য একেবারেই প্রস্তুতি ছিলো না।

তবে জানা গেছে যারা বিপ টেস্টে উৎরাতে ব্যর্থ হয়েছেন, তারা সুযোগ পাবেন নিজেদেরকে ফিট প্রমাণের। একই সাথে জানানো হয়েছে, শুরুতে প্রতি টুর্নামেন্টের আগে বিপ টেস্ট নেয়ার কথা থাকলেও বছরে দুইটার বেশি ফিটনেস টেস্টের প্রয়োজন পড়বে না ক্রিকেটারদের। বছরের শুরুতে এবং মাঝে দেয়া দুই টেস্টে পাশ করতে পারলেই বছরজুড়ে চলা সকল টুর্নামেন্টে অনায়াসেই খেলতে পারবেন ক্রিকেটাররা।

প্রসঙ্গত, আজ সকাল ১১টায় শুরু হবে বিসিএলের প্লেয়ার্স ড্রাফট। মিরপুরে হতে যাওয়া এই ড্রাফট থেক দল গুঁছিয়ে নেবে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চল। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই আগের দল থেকে সর্বোচ্চ ৫ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। তবে চার আসর পর এবার আবার বিসিএল হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়