শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে বিক্রি করা গাড়ি থেকে পাওয়া গেলো ৯৪ হাজার ইয়াবা

ইয়াসিন আরাফাত : চলতি মাসে থাইল্যান্ডের এক ব্যক্তি থাইল্যান্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে ১৯ হাজার মার্কিন ডলার ব্যয় করে নিলামে  একটি গাড়ি কেনার পর তা মেরামত করার জন্য একটি গ্যারাজে দেন। সেই গ্যারাজের এক কর্মী গাড়িটি মেরামত করতে গিয়ে বাম্পারের ভেতর থেকে ৯৪ হাজার পিস ইয়াবা খুঁজে পান। ঘটনা জানাজানি হওয়ার পর দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা সমালোচনার মুখে পড়েন। ঘটনার দুঃখ্য প্রকাশ করে থাই কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনায় আরও বেশি তল্লাশি অভিযান চালাবেন তারা। বিবিসি

জানা যায়, গত বছর দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাই থেকে হোন্ডা সিআর-ভি নামের একটি গাড়ি জব্দ করেছিলো থাইল্যান্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তখন গাড়িটির পেছনের আসন থেকে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়েছিলো। চলতি মাসে নিলামে বিক্রি করে তারা। নিলামের পর গাড়িটি মেরামতের জন্য নেয়া হলে গাড়িটির বাম্পার থেকে আরও ৯৪ হাজার ইয়াবা খুঁজে পাওয়া যায়। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর ক্ষমা চেয়েছে থাইল্যান্ড মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের (ওএনসিবি) মহাপরিচালক নিয়াম তামশিরিসুক বলেন, মেথাফেটামাইন ও ক্যাফেইনের মিশ্রণে তৈরি ইয়াবা ট্যাবলেটগুলো গাড়ির গোপন অংশে থাকা বাম্পারের ভেতর লুকিয়ে রাখায় ওই সময় হয়তো আমরা তা দেখতে পাইনি।

তিনি আরও বলেন, সেখান থেকে ইয়াবাগুলো উদ্ধার করার জন্য গ্যারাজের ওই কর্মী ও গাড়ির বর্তমান মালিককে পুরষ্কৃত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়