শিরোনাম
◈ এক ম্যাচে দুই ভাইয়ের গোল, ইন্টার মিলান‌কে হারা‌লো জুভেন্টাস ◈ আজ থেকে চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু, ভোট ১২ অক্টোবর ◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২০, ০৮:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিলামে বিক্রি করা গাড়ি থেকে পাওয়া গেলো ৯৪ হাজার ইয়াবা

ইয়াসিন আরাফাত : চলতি মাসে থাইল্যান্ডের এক ব্যক্তি থাইল্যান্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে ১৯ হাজার মার্কিন ডলার ব্যয় করে নিলামে  একটি গাড়ি কেনার পর তা মেরামত করার জন্য একটি গ্যারাজে দেন। সেই গ্যারাজের এক কর্মী গাড়িটি মেরামত করতে গিয়ে বাম্পারের ভেতর থেকে ৯৪ হাজার পিস ইয়াবা খুঁজে পান। ঘটনা জানাজানি হওয়ার পর দেশটির মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা সমালোচনার মুখে পড়েন। ঘটনার দুঃখ্য প্রকাশ করে থাই কর্মকর্তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের কোনো ঘটনায় আরও বেশি তল্লাশি অভিযান চালাবেন তারা। বিবিসি

জানা যায়, গত বছর দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাই থেকে হোন্ডা সিআর-ভি নামের একটি গাড়ি জব্দ করেছিলো থাইল্যান্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। তখন গাড়িটির পেছনের আসন থেকে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়েছিলো। চলতি মাসে নিলামে বিক্রি করে তারা। নিলামের পর গাড়িটি মেরামতের জন্য নেয়া হলে গাড়িটির বাম্পার থেকে আরও ৯৪ হাজার ইয়াবা খুঁজে পাওয়া যায়। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর ক্ষমা চেয়েছে থাইল্যান্ড মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের (ওএনসিবি) মহাপরিচালক নিয়াম তামশিরিসুক বলেন, মেথাফেটামাইন ও ক্যাফেইনের মিশ্রণে তৈরি ইয়াবা ট্যাবলেটগুলো গাড়ির গোপন অংশে থাকা বাম্পারের ভেতর লুকিয়ে রাখায় ওই সময় হয়তো আমরা তা দেখতে পাইনি।

তিনি আরও বলেন, সেখান থেকে ইয়াবাগুলো উদ্ধার করার জন্য গ্যারাজের ওই কর্মী ও গাড়ির বর্তমান মালিককে পুরষ্কৃত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়