আসিফুজ্জামান পৃথিল : সামরিক ও ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারত মস্কো থেকে সরে ওয়াশিংটনের দিকে ঝুঁকছে, তার বড় প্রমাণ ছিলো এই প্যারেডের সমরাস্ত্র প্রদর্শনী। এনডিটিভি
এই দুই মার্কিন হেলিকপ্টারের ছাড়াও ভারতের তৈরী লাইটওয়েট হেলিকপ্টার ধ্রুব, রুশ এমআই-১৭, ডরনিয়ার এবং দানবীয় সুপার হারকিউলিসকে দেখা গেছে রাজপথের আকাশে ।
আকাশপথে ক্ষমতা প্রদর্শনের তালিকায় ছিল জ্যাগুয়ার, আধুনিক মিগ-২৯, সুখয়য়ের মতো যুদ্ধবিমানগুলো।
ভারতের বিমান বাহিনী অস্ত্রাগারের সাম্প্রতিক সংযোজন রাফালে, তেজস, ভুমি-আকাশ ক্ষেপণাস্ত্র আকা' এবং অস্ত্র ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী এদিন দেখিয়েছে আইএএফ।
তবে রাফালে শুধু প্রদর্শন করা হয়েছে। কমিশনড না হওয়ায় আকাশে উড়েনি।
অনুষ্ঠানের একদম শেষে তিনটি এএলএইচ এমকে হেলিকপ্টার ভিক ফর্মেশন গড়ে বিমান বাহিনীর মৌলিক বার্তা তুলে ধরার চেষ্টা করে। পরে সেই প্রদর্শনীর অংশ হয় চিনুক-অ্যাপাচি। ত্রিশূলের মতো ওই পাঁচটি হেলিকপ্টারকে আকাশে উড়তে দেখা গিয়েছে।