মাসুদ রানা : গত কয়েকশ বছরের বাঙালির ইতিহাসে সাম্রাজ্যবাদ-বিরোধী গণসম্পৃক্ত ও সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হচ্ছেন তিতুমীর। তিতুমীর দেশ থেকে পালিয়ে গিয়ে এক সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অন্য সাম্রাজ্যবাদের সহযোগিতা নিয়ে নয়, বরং স্বদেশে থেকে, নিপীড়িত স্বদেশবাসীকে সংগঠিত করে, স্বদেশী উপকরণ দিয়ে দুর্গ বানিয়ে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের দালাল জমিদারদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে লড়তে লড়তে শহীদ হয়েছেন।
তিনিই বাঙালির শ্রেষ্ঠতম বীর। দুর্ভাগ্যবশত বাঙালি এই বীরের কোনো দৃশ্যমান স্বীকৃতি নেই খোদ বাংলাদেশে। এটি অত্যন্ত পরিতাপ ও লজ্জার বিষয়। তবে বেশ ক’বছর আগে কলকাতার একটি দুর্গাপূজায় তিতুমীরের বীরত্বপূর্ণ লড়াইকে থিম করে একটি পূজাম-প তৈরি করা হয়েছিলো, যার সংবাদ পড়ে আমি অভিভূত হয়েছিলাম। তিতুমীরের গণসম্পৃক্ত ও স্বদেশভিত্তিক লড়াকু চেতনা অমর হোক। ২৫/০১/২০২০, লন্ডন, ইংল্যা-