মুসফিরাহ হাবীব: বলিউড অভিনেতা রণবীর সিং যে গদে বাঁধা ফ্যাশন অনুসরণ করেন না, তা ফ্যাশন ডিজাইনার থেকে অনুরাগীরা বেশ ভালই জানেন। কখনও স্কার্ট বা কখনও ঘাগরা, পোশাক পছন্দ করা যে লিঙ্গ বিশেষে আলাদা তা মানতেই নারাজ তিনি। সে জন্য তাকে নিয়ে ঠাট্টা-তামাশাও চলতে থাকে হামেশাই। এবার ফের ট্রোলের শিকার হলেন তিনি। কালো রঙের পোল্কা ডট শার্ট এবং মাল্টিকালারড স্ট্রিপ লুজ প্যান্ট পরার কারণে।
শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রণবীর। সেখানেই বাহারি ওই পোশাকে দেখা যায় তাকে। মাথায় ম্যাচিং টুপি। চোখে রোদ চশমাও মানানসই। আর তাতেই এক ব্যক্তি কমেন্টে রণবীরকে লিখেছেন, ‘বউয়ের (দীপিকা) পোশাক পরে চলে এলে নাকি?’
কমেডিয়ান গৌরব গেরাও ওই পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এটা কী পোশাক! আশা পারেখ তো কোনও এক ছবিতে এমন পোশাক পরেছিলেন।”তবে সবাই যে নেতিবাচক কমেন্ট করেছেন এমন নয়।
একজন লিখেছেন, ‘আপনি আগুন’। আবার আর একজনের বক্তব্য, ‘আপনিই আসল রকস্টার।’নেতিবাচক বা ইতিবাচক...মন্তব্য যাই আসুক না কেন তাতে ডোন্ট কেয়ার ‘রণবীর’। তিনি আছেন নিজের মতই।