দেবদুলাল মুন্না: ৭৫ বছর বয়সী স্কটল্যান্ডের ফোরফারের বাসিন্দা অ্যালান হাত্তেল জানান, তিনি একা থাকেন। বেশ কিছুদিন থেকে তাকে কেউ ফোন করে খোঁজখবর নিচ্ছিলেন না। পরে খোঁজ নিয়ে জানেন স্ককটল্যান্ডের আংগুস শহরের একটি কবরস্থানে তার নামে স্মৃতি ফলক টানানো হয়েছে ।
অ্যালানের ধারণা, তার সাবেক স্ত্রী এমন কাজ করেছেন । যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো নিউজ ও দ্যা ওয়াল এ তথ্য গত শনিবার প্রকাশ করে।
অ্যালান বলেন, ২৬ বছর আগে আমার সঙ্গে স্ত্রী সেপারেশন হয়েছে। সেই থেকে আলাদা থাকছি। আমাদের মধ্যে কোন শত্রুতা ছিল না। আমর স্ত্রী আমার পাশে শায়িত হতে চায় এ জন্যই সে হয়তো কবরের জায়গা নির্দিষ্ট করে স্মৃতি ফলক লাগিয়ে রেখেছেন। তবে আমি তাকে কখনো বলিনি যে আমাদের কবর এক সাথে হবে।
তবে কবরস্থানে অ্যালান হাত্তেলের নামে ওই জমি কে কিনেছে এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি স্কটল্যান্ডের আংগুস সিটি কর্তৃপক্ষ।
প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছর বয়সী অ্যালান ৩৭ বছর রাজমিস্ত্রীর কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিন চার মাস কোন আত্মীয়ের ফোন না পেয়ে উদ্বিগ্ন হয়ে তিনি খোঁজ নিয়ে জানেন স্কটল্যান্ডের আংগুস শহরের একটি কবরস্থানে তার নামে স্মৃতি ফলক রয়েছে। পরে তিনি সেই কবর থেকে তার নাম সরান।