শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর আগেই নিজের কবরের নামফলক দেখে অবাক স্কটল্যান্ডের অ্যালান হাত্তেল

দেবদুলাল মুন্না: ৭৫ বছর বয়সী স্কটল্যান্ডের ফোরফারের বাসিন্দা অ্যালান হাত্তেল জানান, তিনি একা থাকেন। বেশ কিছুদিন থেকে তাকে কেউ ফোন করে খোঁজখবর নিচ্ছিলেন না। পরে খোঁজ নিয়ে জানেন স্ককটল্যান্ডের আংগুস শহরের একটি কবরস্থানে তার নামে স্মৃতি ফলক টানানো হয়েছে ।

অ্যালানের ধারণা, তার সাবেক স্ত্রী এমন কাজ করেছেন । যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মেট্রো নিউজ ও দ্যা ওয়াল এ তথ্য গত শনিবার প্রকাশ করে।

অ্যালান বলেন, ২৬ বছর আগে আমার সঙ্গে স্ত্রী সেপারেশন হয়েছে। সেই থেকে আলাদা থাকছি। আমাদের মধ্যে কোন শত্রুতা ছিল না। আমর স্ত্রী আমার পাশে শায়িত হতে চায় এ জন্যই সে হয়তো কবরের জায়গা নির্দিষ্ট করে স্মৃতি ফলক লাগিয়ে রেখেছেন। তবে আমি তাকে কখনো বলিনি যে আমাদের কবর এক সাথে হবে।

তবে কবরস্থানে অ্যালান হাত্তেলের নামে ওই জমি কে কিনেছে এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি স্কটল্যান্ডের আংগুস সিটি কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, ৭৫ বছর বয়সী অ্যালান ৩৭ বছর রাজমিস্ত্রীর কাজের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। তিন চার মাস কোন আত্মীয়ের ফোন না পেয়ে উদ্বিগ্ন হয়ে তিনি খোঁজ নিয়ে জানেন স্কটল্যান্ডের আংগুস শহরের একটি কবরস্থানে তার নামে স্মৃতি ফলক রয়েছে। পরে তিনি সেই কবর থেকে তার নাম সরান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়