আসিফুজ্জামান পৃথিল : ব্যাংক তৈরিই হয়েছে নগদ অর্থ রাখার জন্য। কিন্তু সুইজারল্যান্ডে কিছু ধনী ব্যক্তি এর বিকল্প খুঁজছেন। সিএনএন
সুইস প্রাইভেট ব্যাংকাররা বলছেন তাদের বহু মক্কেল বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করছেন। উদ্দেশ্য ব্যক্তিগতভাবে সেগুলো সংরক্ষণ করা। এই অর্থগুলো স্থান হচ্ছে ব্যক্তিগত সিন্দুকে।
গত ৫ বছর ধরে দেশটির সুদের হার ঋণাত্মক। সুইস ফ্রাঁ এর অতি মূল্যায়ন ঠেকাতেই এই নীতি নেয়া হয়েছিলো। এছাড়াও অর্থ রাখার জন্য সুইস ন্যাশনাল ব্যাংকেও পার্কিং ফি দিতে হচ্ছে।
গ্রাহকরা এই ধরণের নীতিমালা পছন্দ করছেন না। এদের অনেকেই সঞ্চিত অর্থের সুদের উপরই জীবন নির্বাহ করতেন। অনেকেই এখন প্রাচীনতম পদ্ধতিতে নিজেদের অর্থ রক্ষা করতে চাচ্ছেন।
সুইজারল্যান্ডের ইউবিপি ব্যাংকের প্রধান বিনিয়োগ কর্মকর্তা নরমান ভিলামিন বলেন, এভাবে অর্থ উত্তোলন ব্যাংক খাতের জন্য অত্যন্ত ভয়ানক হতে পারে। তিনি জানান, গ্রাহদের বারবার জানানো হচ্ছে এভাবে অর্থ উত্তোলন ভালো কিছু নয়। কিন্তু গ্রাহকের সিদ্ধান্তের উপর বলার কিছু থাকে না।