ডেস্ক নিউজ: শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোপিনাথপুর গ্রামের মজমপাড়ায় দুই বাড়িতে অভিযান পরিচালনা করেন অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এসময় মানিকগঞ্জের হরিরামপুরে পৃথক অভিযানে পাঁচ মণ (২০০ কেজি) ভেজাল গুড় জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পরে ভেজাল গুড় তৈরির কারখানার দু’জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মজমপাড়ার বাসিন্দা হামেদ আলীর ছেলে বাচ্চু ও তার ভাই রজব আলী।
আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলায় ভেজাল গুড় তৈরির দুইটি কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অপদ্রব্য, চিনি ও পুরাতন মানহীন গুড় ব্যবহার করে (খেজুরের রস ছাড়াই) খেজুরের গুড় তৈরি করা পাঁচ মণ ভেজাল গুড় জব্দ করা হয়। এসময় ভেজাল গুড় তৈরির দায়ে বাচ্চু ও তার ভাই রজবকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে জব্দ করা ভেজাল গুড় বিনষ্ট করা হয়। সম্পাদনা: জেরিন