শিরোনাম
◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ ◈ ‘ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসিটিভি, উড়বে ড্রোন’ ◈ সাবেক স্ত্রীকে ‘মোটা’ বলায় আদালতে জরিমানা, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ◈ ভারতের পর আফগা‌নিস্তানও পাকিস্তানকে পা‌নি দেবে না, বাঁধ দিচ্ছে নদীতে ◈ ভারতের বিরুদ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া, ফিরছেন ম‌্যাক্সও‌য়েল ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে স্পিন শক্তি বাড়ালো ওয়েস্ট ইন্ডিজ ◈ কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত করল সরকার ◈ আ. লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না: শফিকুল আলম ◈ পতনের পর স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী ◈ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েল, ট্রাম্পের কঠোর বার্তা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিজের রুলিং মানতে অস্বীকৃতি জানালো মিয়ানমার সরকার

আসিফুজ্জামান পৃথিল : এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অন্তবর্তী রায়ে প্রকৃত ঘটনার বিকৃত ছবি দেখানো হয়েছে। বিবিসি

আন্তর্জাতিক বিচার আদালত যে রুল দিয়েছে তা মানার বাধ্যবাধকতা রয়েছে এবং এ নিয়ে আপিলের কোনও সুযোগ নেই।

অবশ্য আইসিজের হাতে এমন কোনও উপায় নেই যেখানে বলপ্রয়োগ করে মিয়ানমারকে এ কাজে বাধ্য করা যেতে পারে।

রায় প্রকাশের পর মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের নিজস্ব কমিশনই অধিক বিশ^াসযোগ্য। এই কমিশন জানিয়েছে রোহিঙ্গারা যুদ্ধাপরাধের শিকার হলেও কোনও গণহত্যার ঘটনা ঘটেনি।

তাদের অভিযোগ মানবাধিকার রক্ষার নামে মিয়ানমারের সঙ্গে প্রতিবেশি কিছু দেশের গভীর দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্থ করার ষড়যন্ত্র করা হচ্ছে।

বিবৃতিটি বলছে, ‘এই রায়ে রাখাইন রাজ্যে টেকসই উন্নয়নে মিয়ানমারে কার্যক্রমকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে।’

মিয়ানমার সবসময়ই বলে আছে রাখাইন রাজ্যে সেনাবাহিনী যা করেছে, তার পুরোটাই করা হয়েছে ধর্মীয় উগ্রপন্থা ঠেকানোর জন্য।

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যের রোহিঙ্গা সংখ্যালঘুদের উপর সামরিক অযিান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। জাতিসংঘ বলছে এ ঘটনায় গণহত্যার সকল আলামত পাওয়া গেছে।

বৃহস্পতিবার গাম্বিয়ার করা মামলার অন্তবর্তী রায়ে আন্তর্জঅতিক বিচার আদালও জানায়, রোহিঙ্গারা গণহত্যার শিকার। মিয়ানমারকে রাখাইনে টিকে থাকা রোহিঙ্গাদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন আদালত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়