মশিউর অর্ণব: জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন। দ্যা ইন্ডিপেন্ডেন্ট।
আন্তর্জাতিক বিচারিক আদালতের রায়কে স্বাগত জানিয়ে অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, তিনি বিশ্বাস করেন যে মিয়ানমার যথাযথভাবে আদেশগুলো মেনে চলবে। মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক জানান, আদালতের বিধান অনুসারে অস্থায়ী পদক্ষেপের নোটিশটি তাৎক্ষণিকভাবে নিরাপত্তা পরিষদে পাঠাবেন জাতিসংঘের মহাসচিব।
এছাড়াও এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব গুতেরেস এই রায়ের পক্ষে সমর্থন দিয়েছেন। মিয়ানমার যেনো ২০১৭ সালে চালানো অভিযানের আলামত যথাযথভাবে সংরক্ষণ করে রাখে। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করতে শান্তিপূর্ণ পথ অবলম্বনের প্রতি জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানানো হয় বিবৃতিটিতে।