ওবায়দুর রহমান সোহান, ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে "ডাকসু-মুজিব বর্ষ অভ্যন্তরীন ক্রীড়া উৎসব ২০২০" এর পূর্বনির্ধারিত সময় সূচির পরিবর্তন করে ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু'র ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তানভীর শুক্রবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আয়োজনে "ডাকসু-মুজিব বর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব ২০২০" এর অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় সুসম্পন্ন হয়েছে। সময় স্বল্পতা এবং সুবিধাজনক সময়ে ভেন্যু সংকটের কারণে রেজিস্ট্রেশনের জন্য বরাদ্দকৃত সময় ছিলো খুবই অপ্রতুল। এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা জাতির পিতার স্মৃতিতে অনুষ্ঠিতব্য এই ক্রীড়া উৎসবে অংশগ্রহণের জন্য যে বিপুল উৎসাহ দেখিয়েছে তাতে আমরা অভিভূত। রেজিষ্ট্রেশনে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীদের সংখ্যা ছিলো আমাদের প্রত্যাশার চেয়ে আড়াইগুন বেশি।
তিনি আরোও বলেন, শিক্ষার্থীদের এই ক্রীড়ামোদী মানুষিকতাকে সম্মান জানিয়ে, ডাকসু-মুজিব বর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব ২০২০ সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য ডাকসু দৃঢ়প্রতিজ্ঞ।
প্রত্যাশার চেয়েও আড়াইগুন বেশি ক্রীড়ামোদী শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন। এই বর্ধিত প্রতিযোগীর সংখ্যা ইভেন্টগুলির কলেবরকেও বাড়িয়ে দিয়েছে। এর ফলে বর্তমানে নির্ধারিত সময়ে সম্পূর্ন প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়।
তাই দায়িত্বশীল কতৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনার মাধ্যমে সর্ব সম্মতি ক্রমে ডাকসু-মুজিব বর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব ২০২০ এর উদ্বোধন ও বিভিন্ন প্রতিযোগিতার সময় পিছিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, যে আগামী কিছু দিন, সরস্বতী পূজা, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন, একুশে বইমেলার উদ্বোধন, প্রধানমন্ত্রীর ঢাবি ক্যাম্পাস এলাকায় আগমন সবকিছু মিলিয়েই "ডাকসু-মুজিব বর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব ২০২০" এর মতন একটি বৃহৎ টুর্নামেন্ট এই সময়টাতে সফলভাবে সুসম্পন্ন করার মতন অবস্থা নেই বললেই চলে।
তাই সকলের সম্মতিক্রমে "ডাকসু-মুজিব বর্ষ অভ্যন্তরীণ ক্রীড়া উৎসব ২০২০" ফেব্রুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। যথাযথ সময় নিশ্চিত হওয়া মাত্রই সংবাদ বিজ্ঞপ্তি, ইমেইল ও মোবাইলে টেক্সট মেসেজের মাধ্যমে ভেন্যু ও সংশ্লিষ্ট তারিখগুলি জানিয়ে দেয়া হবে।
সংশ্লিষ্ট সকলের সাময়িক অসুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু দুঃখ প্রকাশ করেন।