শিরোনাম
◈ বিমানবন্দরে জাপানি অপারেটর অনিশ্চিত, চট্টগ্রাম বন্দরে বিদেশী হাতে টার্মিনাল দেওয়ার প্রস্তুতি ◈ সময় থাকতে ইসরায়েলের বিপজ্জনক প্রবণতা রুখে দিন: আরবদের প্রতি বিশ্লেষকের সতর্কবার্তা ◈ ফেব্রুয়া‌রির নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নিয়ে নানা আলোচনা যে কারণে ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ম্যানচেস্টার সি‌টি‌কে হারা‌লো  অ্যাস্টন ভিলা ◈ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হ‌চ্ছে আজ সন্ধ‌্যায়  ◈ সোমবার বিকা‌লে থাইল্যান্ডের মু‌খোমু‌খি হ‌বে  বাংলাদেশ নারী দল ◈ অবশেষে বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য স্বাভাবিক, ট্রাক চলাচলে নতুন সময়সীমা নির্ধারণ ◈ মূলধন ঘাটতির দুঃস্বপ্নে ব্যাংক খাত, আমানতকারীরা সবচেয়ে ঝুঁকিতে ◈ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে অগ্রসর হওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের ◈ যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য চুক্তির রূপরেখায় একমত, টিকটক ও বিরল খনিজ রপ্তানিতেও সমঝোতা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের খেয়ালি চুক্তি কল্পনায় আছে বাস্তবে নেই জানালো ইরান

রাশিদ রিয়াজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে একটি চুক্তি স্বাক্ষরের যে আগ্রহ প্রকাশ করেছেন তাকে ‘অলীক কল্পনা’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি ইরানের পরমাণু সমঝোতার পরিবর্তে একটি নয়া চুক্তি স্বাক্ষরের আহ্বান জানান এবং সম্ভাব্য চুক্তিকে ‘ট্রাম্প চুক্তি’ বলে উল্লেখ করেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে জনসনের ওই বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বলেন, সম্ভাব্য ওই চুক্তিতে চারটি বিষয় থাকতে হবে আর সেগুলো হলো- ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থাকবে না, ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধ আন্দোলনের প্রতি আর্থিক ও অস্ত্র সাহায্য করা যাবে না এবং কথিত পণবন্দি আটকের নীতি পরিহার করতে হবে।

হুকের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি এক টুইটার বার্তায় বলেছেন, হুক যে চুক্তির কথা বলেছেন, সেটা কল্পনার জগতে থাকতে পারে বাস্তবে নেই। আর আমেরিকার মাধ্যমে এ ধরনের অলীক কল্পনাপ্রসূত কথাবার্তা তাদের দাম্ভিক মানসিকতার বহিঃপ্রকাশ। মুসাভি আরো বলেন, হুক যেন তার ফার্সি অনুবাদকের কাছ থেকে ‘রেই শহরের গম আর বাগদাদের খোরমা’র গল্পটি শুনে নেন।

ফার্সি ভাষায় ‘রেই’র গম এবং বাগদাদের খোরমা’র কোনোটাই পেল না’ বলে একটি প্রবাদ আছে। অতিরিক্ত চাহিদাসম্পন্ন মানুষের ভাগ্যে যে কিছুই জোটে না সেকথা প্রকাশ করার জন্য এই প্রবাদবাক্যটি ব্যবহৃত হয়। অনেকটা বাংলা প্রবাদ ‘আমও গেলো ছালাও গেলো’র মত।

আমেরিকা পরমাণু সমঝোতাকে বাদ দিয়ে ইরানের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনায় বসার যে আগ্রহ দেখাচ্ছে তার জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ স্পষ্ট ভাষায় বলেছেন, তার দেশ একবার পরমাণু সমঝোতায় সই করেছে কাজেই পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আর কোনো আলোচনা হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়