শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ভিসা নীতি চালু: যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন না গর্ভবতীরা

সিরাজুল ইসলাম : সন্তান জন্ম দিতে অনেক গর্ভবতী নারী যুক্তরাষ্ট্র ভ্রমণ করে থাকেন। লক্ষ্য একটাই সন্তানকে সেদেশের একপি পাসপোর্ট যোগাড় করে দেওয়া। এটাকে বলা হয় জন্ম পর্যটন বা বার্থ ট্যুরিজম। এটা ঠেকাতে বৃহস্পতিবার নতুন ভিসা নীতি ঘোষণা করেছে ওয়াশিংটন। এতে বলা হয়েছে, গর্ভবতী কোন নারী সেদেশ ভ্রমণ করতে পারবে না। শুক্রবারই এ নীতি কার্যকর হয়েছে। টাইমস অব ইন্ডিয়া

তবে গর্ভবতী নারীও ভিসা পাবেন- যদি তিনি কেবল চিকিৎসা নিতে যুক্তরাষ্ট্রে যেতে চান। বিষয়টি নিশ্চিত করতে হবে কনস্যুলার অফিসকে। একই সঙ্গে ডাক্তার দেখানো, যাতায়াতসহ আনুসঙ্গিত খরচ মেঠানোর টাকা আছে- এমন প্রমাণ দাখিল করতে হবে তাকে।

যুক্তরাষ্ট্রে জন্ম পর্যটন সাংবিধানিক অধিকার, তবুও গর্ভবতী নারীকে ভিসা দেয়ার জন্য এজেন্সি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। তারা গর্ভবতীদের সেদেশ যেতে উদ্বুদ্ধ করছে বলে অভিযোগ রয়েছে। নারীদেরও ভিসা আবেদনের ক্ষেত্রে বিষয়টিকে প্রয়োগ করতে দেখা যায়।

গর্ভবতী নারীরা সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্র ভ্রমণ করে- এটা দেশটির স্টেট ডিপার্টমেন্ট বিশ্বাস করে না। কিন্তু যুক্তরাষ্ট্রে কেউ জন্ম নিলেই সেদেশের নাগরিক, এটা সংবিধানের কথা।

অভিবাসন ঠেকাতে বদ্ধ পরিকর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হলো।যুক্তরাষ্ট্রে নারীদের ভিসা আবেদন নিয়মিত কার্যক্রম। কিন্তু ভিসা অফিসের কর্মকর্তারা কিভাবে বুঝবেন- ওই নারী গর্ভবতী- এটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়