শিরোনাম
◈ জনসমাগমে থমকে মহাসড়ক: নারায়ণগঞ্জ অংশে দীর্ঘ যানজট ◈ বিমানবন্দর থেকে পূর্বাচলে পথে তারেক রহমান (সরাসরি) ◈ ওসমান হাদি হত্যাকাণ্ড: ফায়ার কার্তুজ-বুলেট ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ ◈ গাড়ি নেই বিমানবন্দর সড়কে, হেঁটে গন্তব্যে যাচ্ছেন মানুষজন ◈ সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করেছে তারেক রহমানকে বহনকারী বিমান ◈ ভোটের আগেই বিজয়ী আওয়ামী লীগ, যেভাবে হয়েছিল ৫ জানুয়ারির নির্বাচন ◈ দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর স্বপরিবারে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরলেন তারেক রহমান ◈ তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২ ◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:২২ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ জানুয়ারি চট্টগ্রাম গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন

রাজু চৌধুরী,চট্টগ্রাম- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, বিশ্ব ইতিহাসে ২৪ জানুয়ারি মানবতা বিরোধী বর্বরতম একটি কালো দিন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ২৪ জানুয়ারি চট্টগ্রাম গণহত্যায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যকান্ডের খালেদা জিয়ার শাসনামলে এদেশে উগ্রমৌলবাদ ও জঙ্গীবাদের উত্থান ঘটে। একাত্তরের ঘৃণিত চিহ্নিত স্বাধীনতা বিরোধী ঘাতক দালালদের মনত্রী বানানো হয়। গণতান্ত্রিক সংবিধানকে কাঁটা ছেড়া করে অসাম্প্রদায়িক ও ধর্ম নিরপেক্ষতা জলঞ্জলি দিয়ে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা হয়। তবে আশার কথা বিএনপি-জামাত জোট যখন ক্ষমতাসীন ছিল তখন নারকীয় গণহত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতাসীন হয়ে বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধীদের বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর করার পর চট্টগ্রাম গণহত্যার বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছেন। মুখ্য আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী বলেছেন, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে তখনই শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত গণহত্যা চালায়। এই হত্যাকান্ড বর্বরতম ও জঘন্য। এই অপকর্ম অমানবিক।  ২৪ জানুয়ারি গণহত্যা দিবসের নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়