শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছর চীনে মোটরকার বিক্রি ও উৎপাদন আড়াই কোটি ইউনিট ছাড়াবে, ৩ দশকের ইতিবাচক বাজার বিকাশ কমছে এই প্রথম

নূর মাজিদ :  গতবছরের তুলনায় দেশটিতে কার বিক্রি হার সেই অনুসারে অনেকটাই স্থির হয়ে পড়বে, একে সামান্য কমও বলা যেতে পারে। বিক্রির নিম্নমুখী প্রবণতা স্বীকার করেছে খোদ দেশটির সরকার। চলতি সপ্তাহে চীনা শিল্প এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তথ্যসূত্র : সিজিটিএন।

দীর্ঘ ২৮ বছর ধরে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার পর চলতি বছর এই প্রথম দেশটির গাড়িশিল্প একটি সংশোধিত এবং কাঠামো পুনঃবিন্যস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া বাজারের আবহে পড়েছে। মূলত একেই নিম্নমুখী বিক্রির প্রধান কারণ বলে জানান শিল্প এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা মিয়াও ওয়েই। গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত বছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অটোমোবাইল উৎপাদন এবং বিক্রি পড়তির হার হ্রাস পাওয়ার ইঙ্গিত দেখা গেছে। বাজারে আস্থা বাড়ার ফলে যথাযথ সমন্বয় এবং সরকারের ভোক্তাচাহিদা বৃদ্ধির সহায়ক নীতি এইক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে।

মিয়াও আরও বলেন, চীন অটো শিল্পের সকল যন্ত্রাংশ উৎপাদনে স্বনির্ভর এবং একইসঙ্গে গাড়ির সবচেয়ে বড় বাজার। তবে গবেষণা, প্রধান প্রধান প্রযুক্তির উন্নয়ন এবং উদ্ভাবনায় পিছিয়ে থাকার কারণেই স্থানীয় শিল্প এখন নিম্নমুখী চাপে পড়েছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়