নূর মাজিদ : গতবছরের তুলনায় দেশটিতে কার বিক্রি হার সেই অনুসারে অনেকটাই স্থির হয়ে পড়বে, একে সামান্য কমও বলা যেতে পারে। বিক্রির নিম্নমুখী প্রবণতা স্বীকার করেছে খোদ দেশটির সরকার। চলতি সপ্তাহে চীনা শিল্প এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তথ্যসূত্র : সিজিটিএন।
দীর্ঘ ২৮ বছর ধরে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রাখার পর চলতি বছর এই প্রথম দেশটির গাড়িশিল্প একটি সংশোধিত এবং কাঠামো পুনঃবিন্যস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া বাজারের আবহে পড়েছে। মূলত একেই নিম্নমুখী বিক্রির প্রধান কারণ বলে জানান শিল্প এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা মিয়াও ওয়েই। গত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত বছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত অটোমোবাইল উৎপাদন এবং বিক্রি পড়তির হার হ্রাস পাওয়ার ইঙ্গিত দেখা গেছে। বাজারে আস্থা বাড়ার ফলে যথাযথ সমন্বয় এবং সরকারের ভোক্তাচাহিদা বৃদ্ধির সহায়ক নীতি এইক্ষেত্রে প্রধান ভূমিকা রাখছে।
মিয়াও আরও বলেন, চীন অটো শিল্পের সকল যন্ত্রাংশ উৎপাদনে স্বনির্ভর এবং একইসঙ্গে গাড়ির সবচেয়ে বড় বাজার। তবে গবেষণা, প্রধান প্রধান প্রযুক্তির উন্নয়ন এবং উদ্ভাবনায় পিছিয়ে থাকার কারণেই স্থানীয় শিল্প এখন নিম্নমুখী চাপে পড়েছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব