শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

জিএম মিজান, বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে তানিয়া আকতার (১৮) নামে এক নববধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় স্বামীর ঘর থেকে তার মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায় উপজেলার চালাপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে কামরুল ইসলামের সঙ্গে একই উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামের তোজাম্মেল হকের মেয়ে তানিয়ার প্রায় ৬ মাস আগে বিয়ে হয়। মেয়ে জামাই পেশায় মনোহরি ব্যবসায়ী ছিলেন সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সেবন করে আসছিলো। তানিয়া স্বামীর মাদক সেবনে বাধা দেন।

বিষয়টি কামরুল মেনে নিতে পারেনি বুধবার রাতে ব্যবসা শেষে রাতে বাড়ি ফিরে অকারণে স্ত্রীকে গালিগালাজ শুরু করে এবং মাদক সেবনের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে কামরুলের নির্যাতনে তানিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ সময় অবস্থা বেগতিক দেখে কামরুল তানিয়াকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের তিরের সঙ্গে ঝুলিয়ে রাখেন। বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে কামরুল প্রচার করে তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর কামরুল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

ভারপ্রাপ্ত পুলিশ বলেন, এখনও এজাহার পাইনি এজাহার পেলে মামলা হবে এবং ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়