শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু

জিএম মিজান, বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে তানিয়া আকতার (১৮) নামে এক নববধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় স্বামীর ঘর থেকে তার মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসাপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায় উপজেলার চালাপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে কামরুল ইসলামের সঙ্গে একই উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামের তোজাম্মেল হকের মেয়ে তানিয়ার প্রায় ৬ মাস আগে বিয়ে হয়। মেয়ে জামাই পেশায় মনোহরি ব্যবসায়ী ছিলেন সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সেবন করে আসছিলো। তানিয়া স্বামীর মাদক সেবনে বাধা দেন।

বিষয়টি কামরুল মেনে নিতে পারেনি বুধবার রাতে ব্যবসা শেষে রাতে বাড়ি ফিরে অকারণে স্ত্রীকে গালিগালাজ শুরু করে এবং মাদক সেবনের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে কামরুলের নির্যাতনে তানিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এ সময় অবস্থা বেগতিক দেখে কামরুল তানিয়াকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঘরের তিরের সঙ্গে ঝুলিয়ে রাখেন। বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে কামরুল প্রচার করে তানিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনার পর কামরুল ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।

ভারপ্রাপ্ত পুলিশ বলেন, এখনও এজাহার পাইনি এজাহার পেলে মামলা হবে এবং ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়