শিরোনাম
◈ ৩০ জুলাইয়ের মধ্যে একটি যৌক্তিক জায়গায় পৌঁছাতে চায় কমিশন :  অধ্যাপক আলী রীয়াজ  ◈ বাংলাদেশিদের ভিসা জটিলতা বাড়ছে: শিক্ষার্থী, চিকিৎসক ও ভ্রমণকারীদের ভোগান্তি চরমে! ◈ পাকিস্তানি অভিনেত্রী হুমাইরার ময়নাতদন্তে ভয়ঙ্কর সব তথ্য ◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:২৪ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২০, ০১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যামেরার সামনে এখনো পুরোপুরি অভ্যস্ত নয়, দাভোসে ডাব্লিউইএফ-এর অনুষ্ঠানে প্রিন্স চার্লসকে বললেন গ্রেটা

মেহেরুবা শহীদ : সুইজারল্যান্ডের দাভোসে মঙ্গলবার থেকে শুরু হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডাব্লিউইএফ) বার্ষিক সম্মেলন। চলবে শুক্রবার পর্যন্ত। এতে অংশ নিয়েছেন বিভিন্ন দেশের নেতা কর্মীরা।

বুধবার অনুষ্ঠানের বক্তৃতা দেওয়ার পর গ্রেটা থানবার্গের সঙ্গে সাক্ষাৎ হয় তার। এ সময় চার্লসকে গ্রেটা বলেন, আমার মনে হয় আপনি এখানে অনেকটাই অভ্যস্ত হয়ে গেছেন। প্রতি উত্তরে চার্লস বলেন, এরকম অভ্যস্ত হতে আমার অনবেক বছর পার করতে হয়েছে। এর পর গ্রেটা বলেন, কিন্তু আমি এখনো পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি। যদিও ক্যামেরাা সামনে খুব বেশি কথোপকথনে যুক্ত হননি তারা। এদিকে ‘চার্লস হাউজের’ টুইটার অ্যাকাউন্টেও গ্রেটা থানবার্গ ও যুবরাজ চার্লসের হাত মিলিয়ে সাক্ষাৎকরার দুই ছবিও পোস্ট করা হয়। বিবিসি ও ডেইলিমেইল

আন্দোলনের সঙ্গে বহুবছর ধরে যুক্ত আছেন চার্লস।এদিন অনুষ্ঠানে চার্লস বলেন, জলবায়ু আন্দোলনকে তরুণদের স্বাগত জানাই। নাতি নাতির কাছে যেনো আমাকে জবাবদিহিতা না করতে হয় তাই এই আমিও এ আন্দোলনের যুক্ত আছি। দ্রুত পরিবর্তন হচ্ছে জলবায়ু। এ পরিবর্তনের প্রতি বিশেষ নজর দিতে হবে। দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিতে হবে। জলবায়ু পরিবর্তনের রুখতে সবাইকে খুব দ্রুত দীর্ঘস্থায়ী পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন, সরকারি ও বেসরকারি খাতের নেতৃবৃন্দ নিয়ে একটি "সাসটেইনেবল মার্কেটস ইনিশিয়েটিভ" চালু করছেন। এ দাতব্যের সংস্থাটি ডিকার্বোনাইজেশন ও স্থায়ী বাজারে পরিবর্তনে নিয়ে কাজ করবে। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়