শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে প্রচারের ক্ষেত্রে এমন একটি ব্যবস্থা তৈরি করা হোক, যেখানে পোস্টার থাকবে না, বললেন আতিকুল ইসলাম

আবুল বাশার নূরু: বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের গলি থেকে নির্বাচনি প্রচার শুরুর আগে একথা বলেন ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

তিনি বলেন, উত্তর সিটির নতুন ১৮টি ওয়ার্ডের মানুষরা অবেহলিত দিন যাপন করছে। একটু বৃষ্টি হলেই কোমর পানি হয়ে যায়, রাস্তাঘাটের অবস্থা খারাপ, কোনো খেলার মাঠ নেই। আমি দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। এসব ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কোনো অফিস ছিল না। আমরা তা করেছি এবং নতুন ওয়ার্ডের রাস্তা ও এলইডি লাইটের প্ল্যান একনেকে পাশের অপেক্ষায় আছে। একনেকে নতুন ওয়ার্ডের জন্য ৪ হাজার ২০০ কোটি টাকার বাজেট গিয়েছে। নগরবিদদের করা ডিজাইন শেষ পর্যায়ে চলে এসেছে।

তিনি আরও বলেন, আমরা ডিজিটাল প্রচারণা চালাবো। সব রাজনৈতিক দল মিলে একটি ব্যবস্থা তৈরি করি-যেখানে নির্দিষ্ট দেয়াল থাকবে। সেই দেয়ালে বিলবোর্ডের মাধ্যমে আমরা যেনো প্রচার-প্রচারণা করতে পারি। তাহলে এই নগরটিকে আমরা সুন্দর রাখতে পারবো। রাস্তা বন্ধ করে প্রচার করা যাবে না। এতে জনদুর্ভোগ হয়। হয়তো একটি অ্যাম্বুলেন্স আটকা পড়তে পারে, হয়তো কেউ পরীক্ষা দিতে যেতে গিয়ে আটকে যেতে পারে। তাই আমার অনুরোধ, আমরা এমন কোনও কাজ করবো না যাতে জনদুর্ভোগ হয়। আমাদের আমূল পরিবর্তন হওয়া দরকার, আমাদের মানসিকতা পরিবর্তন করা দরকার। আমরা নিজেরা যদি মানসিকতা পরিবর্তন না করি, তাহলে কারা করবে? আসুন একটি সুশৃঙ্খল প্রচারণা করে আমরা দেখিয়ে দেই।

মুজিববর্ষে নৌকাকে জয়যুক্ত করার আহ্বান জানান আতিকুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়