শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে প্রকাশ্যে শিক্ষিকার রিকশা থামিয়ে ছিনতাই (ভিডিও)

সুজন কৈরী : রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কে দিনে দুপুরে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে এক স্কুল শিক্ষিকার ব্যাগ ছিনিয়ে নিতে দেখা যায় ছিনতাইকারীদের। দ্বিতীয় দফায় শরীর তল্লাশি করে নেয়া হয় স্বর্ণালংকার।

এছাড়া বুধবার রাতে আসাদগেট মোড় সংলগ্ন স্থানে রিকশারোহী দুই নারীর কাছ থেকে পেছন থেকে ছোঁ মেরে মোবাইল ছিনিয়ে নিয়ে একজন ছিনতাইকারী।

জানা গেছে, সম্প্রতি রিকশায় করে অন্যদিনের মত কর্মক্ষেত্র ৩ নম্বর সেক্টরে যাচ্ছিলেন ওই স্কুল শিক্ষিকা। হঠাৎ করেই পেছন থেকে আসা একটি মোটরসাইকেল রিকশার গতিরোধ করে। লাল-কালো রংয়ের ওই মোটরসাইকেলে ছিলেন হেলমেট পরিহিত দুইজন আরোহী। কোনো কিছু বুঝে উঠার আগেই তাদের একজন ছুটে আসেন রিকশায় বসে থাকা ওই শিক্ষিকার দিকে। ছুরি ঠেকিয়ে কেড়ে নেন ওই শিক্ষিকার হাতে থাকা ব্যাগ। নির্বাক দৃষ্টিতে অসহায়ের মতো তাকিয়ে দিখছিলেন রিকশাওয়ালা।

ভিডিওতে দেখা যায়, প্রথম দফায় ব্যাগ নিয়ে গেলেও সন্তুষ্ট হতে পারেননি ছিনতাইকারীরা। মোটরসাইকেলে উঠলেও আবার নেমে আসেন ওই ছিনতাইকারী। দ্বিতীয় দফায় জোর করে ওই শিক্ষিকার হিজাব সরিয়ে গলা থেকে স্বর্ণের চেইন এবং হাতে থাকা চুড়ি ছিনিয়ে নেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকার পক্ষে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী রুহুল আমিন।

উত্তরা (পশ্চিম) থানার ওসি তপন চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

এদিকে বুধবার রাতে আসাদগেট মোড় থেকে মোহাম্মদপুর যাওয়ার মোড়ে এক রিকশা আরোহী দুই নারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়েছে এক ছিনতাইকারী। ভুক্তভোগী দুই নারীর চিৎকারে আশপাশের পথচারীরা এগিয়ে গেলেও ছিনতাইকারীকে ধরতে পারেনি।

https://www.facebook.com/dailybangladeshpratidin/videos/833195360458601/

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়