শিরোনাম
◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন, প্রজ্ঞাপন জারি ◈ এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ ◈ বাংলাদেশি হাইকমিশনারকে ‘হুমকি’ দেওয়া নিয়ে মুখ খুলল ভারত ◈ গণমাধ্যমে হামলা সরকারের দুর্বলতা, মবোক্রেসি বরদাশত নয়: সালাহউদ্দিন আহমদ ◈ সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ◈ কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধ.র্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্থির হয়ে উঠছে চালের বাজার

মাজহারুল ইসলাম : কোনও কারণ ছাড়াই গত এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ২০০ থেকে সাড়ে ৫’শ টাকা। প্রতি কেজিতে বেড়েছে ৪ থেকে ৬ টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, ধাপে ধাপে চালের দাম বাড়লেও এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনও তদারকি নেই।

এই সময়ে চালের দাম বাড়ার জন্য খুচরা বিক্রেতারা দায়ী করছেন পাইকারী ব্যবসায়ীদের। আর পাইকারি ব্যবসায়ীরা দায়ী করছেন মিল মালিকদের। এদিকে, মিল মালিকরা ধানের দাম বৃদ্ধিকে চালের বাজার অস্থিতিশীলতার কারণ হিসেবে দেখছেন। অপরদিকে, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকরা।

বুধবার রাজধানীর কয়েকটি বাজারে দেখা যায়, ভালো মানের নাজিরশাইল ও মিনিকেট চাল প্রতিকেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৪ টাকায়। অথচ এক সপ্তাহ আগে এ চাল বিক্রি হয়েছে ৫২ থেকে ৬০ টাকায়। খুচরা বাজারে গতকাল ৪০ থেকে ৪৪ টাকায় বিক্রি হওয়া মোটা চাল এক সপ্তাহ আগে বিক্রি হয়েছিলো ৩ থেকে ৪ টাকা কমে।

জানা যায়, খুচরা বাজারে ৩ দিন আগে ৫০ কেজির প্রতি বস্তা মিনিকেট চাল বিক্রি হয়েছে ২২শ থেকে ২২৫০ টাকায়, আটাশ চাল ১৭শ থেকে ১৭৫০টাকায়, নাজিরশাইল ২১শ থেকে ২৩৫০ টাকায়। গতকাল প্রতি বস্তা মিনিকেট (নতুন) চাল বিক্রি হয় ২৪শ থেকে ২৪৫০ টাকায়, মিনিকেট (পুরনো) ২৫শ থেকে ২৫৫০ টাকায়, আটাশ ১৮৫০ থেকে ১৯শ টাকায়, আর বিভিন্ন মানের নাজিরশাইল বিক্রি হয় ২২শ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি বেড়েছে চিনিগুঁড়া বা পোলাও চালের দাম। কেজিপ্রতি চিনিগুঁড়া চালের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। এসব বাজারে এক সপ্তাহ আগে প্রতিবস্তা (৫০ কেজি) চিনিগুঁড়া চাল বিক্রি হয়েছে ৪ হাজার ৫’শ থেকে ৪ হাজার ৭’শ টাকার মধ্যে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়