শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে, বললেন কাদের

শহিদুল ইসলাম : বুধবার দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মেহেরুন্নিছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নাগরিক শোকসভায় তিনি এ কথা বলেন।

লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের শোকসভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, বিগত নির্বাচনে যারা বিপুল ভোটে পরাজিত হয়েছে তারাই এই ষড়যন্ত্রের নীল নকশা আঁকছে।

সেতুমন্ত্রী আরও বলেন, এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে প্রয়াত মেজর জেনারেল আবেদিনের মতো সার্বক্ষণিক একজন বিশ্বস্ত, দক্ষ, সাহসী ও বিচক্ষণ মানুষের প্রয়োজন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এটি অনুভব করছেন।

জেনারেল আবেদীনের স্বপ্নগুলো বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, আবেদীনের পরিবার ও স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজেই নিয়েছেন। বিশেষ বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে বীরবিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়ের এমপিও ভুক্তি করা হবে।

শোকসভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক (সিনিয়র) সচিব সাজ্জাদুল হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন ও সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক এ আরফাত। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়