নিজস্ব প্রতিবেদক : জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেলেও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় নিষেধাজ্ঞায় আছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। প্রায় তিন মাস হতে চললো তার নিষেধাজ্ঞার। দেশের ক্রিকেটপ্রেমীরা তাকে প্রচুর মিস করছে এটাও স্বাভাবিক। সাকিবও ক্রিকেটকে ভীষণ মিস করছেন। তাই সুযোগ পেলেই ফিরে আসার বাণী শোনাচ্ছেন। আজ যেমন লাইফবয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে জানালেন নিজের ফেরার কথা।
বুধবার লাইফবয়ের সম্পর্কের ৯ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাইফবয়ের অ্যাম্বাসেডর সাকিব আল হাসান। যেখানে গণমাধ্যমের মুখোমুখি হোন দেশের পোস্টার বয় সাকিব। সেখানেই নাম্বার ওয়ান অলরাউন্ডার বলেন, সবকিছু বাদ দিয়ে শুধু ক্রিকেটে সঙ্গে জড়িত ছিলাম। এখন যেহেতু সেই কাজটা নাই, তাই সবকিছু করার সুযোগ হচ্ছে। তবে এই ২২ গজই আমার ঠিকানা। আমি ফিরবো, কঠিন হয়ে ফিরবো।
মানুষের ভালোবাসা সাকিবের দায়িত্ব বাড়িয়ে দিয়ে মনে করে সাকিব বলেন, একটা ভাল জিনিস হচ্ছে বাংলাদেশে এই কথাটা আপনারাও হয়তো অনেক বারই শুনেছেন। প্রচলিত আছে যে জীবিত থাকলে মর্মটা বোঝা যায় না। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি জীবিত থাকতে মর্মটা বুঝতে পারছি। আমি খুশি, সবার ভালোবাসা ও সাপোর্ট আসে। এখানে আমার দায়িত্ব আরো বেড়ে যায় স্বাভাবিকভাবেই। এবং আমি চেষ্টা করবো তাদের এই ভালোবাসার প্রতিদান দেবার।