শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপরাধের দ্রুত বিচার হলে সমাজে অস্থিরতা থাকতো না, বললেন সাবেক আইজিপি মোখলেসুর রহমান

মিনহাজুল আবেদীন: ‘আমাদের দেশের বিচার ব্যবস্থা একটা অলস বিচার ব্যবস্থা, বছরের পর বছর এবং যুগের পর যুগ ধরে একটা মামলার নিষ্পত্তি হয়’। এই সমস্যাটা গুরুতর হয়ে দাঁড়িয়েছে; যার ফলে সমাজে প্রতিনিয়ত ধর্ষণ, হত্যা, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। বুধবার ডিবিসি টিবির টকশো’তে তিনি এ কথা বলেন।

সাবেক এই আইজিপি বলেন, বিচার ব্যবস্থার এই অবনতির কারণে, মানুষের ভিতর হতাশা কাজ করছে; ফলে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। সমাজের উন্নয়ন ও গতিশীলতার জন্য দ্রুত এর নিষ্পত্তি হওয়া দরকার। এর জন্য আমাদের আইনি ব্যবস্থা দায়ী।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ নিজামুল হক বলেন, ‘এক সময় মানুষের মুখে শোনা যেত; কোনও বিচার হয় না,অন্যায় করলেও শাস্তি হয়না। আস্তে আস্তে এর পরিবর্তন হচ্ছে, এদেশে এখন অন্যায় কাজ করলে তার শাস্তি হয়, দেরিতে হলেও তার সুষ্ঠু বিচার হচ্ছে। যার ফলে মানুষের মাঝে বিশ্বাস আসছে; এজন্য ভবিষ্যতে মানুষকে সকল অন্যায় কাজ থেকে সাবধান হতে হবে’।

এদিকে ব্যারিস্টার তানজীব-উল আলম বলেন, অভিযুক্তের মামলা নিষ্পত্তি দ্রুত হওয়া উচিত, বিচার হয় শুধু শাস্তির জন্য না বরং মানুষকে সর্তক করে দেয়া হয়; যাতে ভবিষ্যতে এই ধরণের অন্যায় কেউ না করে।

শেষপর্যায়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, মামলা অনুপাতে আমাদের জাজের পরিমাণ কম, প্রতি বছর শুধুমাত্র রিট হয় ১৬ হাজার মামলা। যার ফলে একটা মামলা নিষ্পত্তি হতে দীর্ঘদিন সময় লেগে যায়। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়