শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে বিজিএমইএ ভবন ভাঙবে ‘ফোর স্টার’ কোম্পানি

সুজিৎ নন্দী: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ভাঙার কার্যক্রম উদ্বোধন করবেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ‘ফোর স্টার’গ্রুপকে কাজ দেয় রাজউক। তাদের দরপত্রে টাকার পরিমাণ ছিল এক কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। এখন তারা এক কোটি দুই লাখ টাকায় ভবনটি ভাঙার কাজ শুরু করবে।দরপত্রের চেয়ে আরো ৫২ লাখ টাকা কম নিয়ে রাজউক এটি ভাঙার অনুমোদন দেয়। সনাতন পদ্ধতিতে ভাঙা হবে ভবনটি।প্রকল্প পরিচালক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এতথ্য জানা যায়।

ভাঙার শুরুতেই সর্বোচ্চ দরদাতা সালাম অ্যান্ড ব্রাদার্স ভাঙতে অনিহা প্রকাশ করেছে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ফোর স্টার এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হলে টাকার পরিমান বাড়াতে বলায় তারাও অনিহা প্রকাশ করে।

দ্বিতীয় সর্বোচ্চ দরদাতার দেওয়া দর থেকে ৫২ লাখ টাকা কমিয়ে এক কোটি ২ লাখ টাকায় বিজিএমইএ ভবন ভাঙতে ফোর স্টার এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়।

রাজউকের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রায়হানুল আবেদীন বলেন, সব কিছু মিলিয়েই আমরা কাজ শুরু করছি। এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রচন্ড আগ্রহ আছে। সনাতন পদ্ধতিতে ভাঙা হবে। ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বিজিএমইএ ভবন থেকে লিফট, এসিসহ মালামাল সরিয়ে নেয়া হয়েছে, তাই কাজের দাম নিয়ে আলোচনা হয়েছে। দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়