শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২০, ১১:৪৮ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২০, ১১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ থেকে বিজিএমইএ ভবন ভাঙবে ‘ফোর স্টার’ কোম্পানি

সুজিৎ নন্দী: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ভাঙার কার্যক্রম উদ্বোধন করবেন। দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান ‘ফোর স্টার’গ্রুপকে কাজ দেয় রাজউক। তাদের দরপত্রে টাকার পরিমাণ ছিল এক কোটি ৫৫ লাখ ৭০ হাজার টাকা। এখন তারা এক কোটি দুই লাখ টাকায় ভবনটি ভাঙার কাজ শুরু করবে।দরপত্রের চেয়ে আরো ৫২ লাখ টাকা কম নিয়ে রাজউক এটি ভাঙার অনুমোদন দেয়। সনাতন পদ্ধতিতে ভাঙা হবে ভবনটি।প্রকল্প পরিচালক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এতথ্য জানা যায়।

ভাঙার শুরুতেই সর্বোচ্চ দরদাতা সালাম অ্যান্ড ব্রাদার্স ভাঙতে অনিহা প্রকাশ করেছে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ফোর স্টার এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হলে টাকার পরিমান বাড়াতে বলায় তারাও অনিহা প্রকাশ করে।

দ্বিতীয় সর্বোচ্চ দরদাতার দেওয়া দর থেকে ৫২ লাখ টাকা কমিয়ে এক কোটি ২ লাখ টাকায় বিজিএমইএ ভবন ভাঙতে ফোর স্টার এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়।

রাজউকের প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রায়হানুল আবেদীন বলেন, সব কিছু মিলিয়েই আমরা কাজ শুরু করছি। এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রচন্ড আগ্রহ আছে। সনাতন পদ্ধতিতে ভাঙা হবে। ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বিজিএমইএ ভবন থেকে লিফট, এসিসহ মালামাল সরিয়ে নেয়া হয়েছে, তাই কাজের দাম নিয়ে আলোচনা হয়েছে। দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়