জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মজিবুর রহমান (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার তারাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক মজিবুর দেওয়ানগঞ্জ সদরের আ. ছামাদের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে এক হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মজিবুরকে আটক করা হয়। এ ব্যাপারে আটকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়েছে।সম্পাদনা : আলআমিন