শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাঈমুল ইসলাম খানের যতো গুণ

আনিস আলমগীর : নাঈমুল ইসলাম খান ভাইয়ের জন্ম তারিখ একুশ। একুশ নিয়ে অনেক পরিকল্পনা ছিলো তার। ১৯৯১ সালে আজকের কাগজের যাত্রালগ্নে আমরা যারা নাঈম ভাইয়ের সঙ্গী হয়েছিলাম তাদের মধ্যে যাদের যাদের জন্ম তারিখ একুশ ছিলো তাদের সবার নাম লিস্ট করেন তিনি। কাকতালীয়ভাবে বিভিন্ন মাসের ২১ তারিখ জন্ম নেওয়া সহকর্মীরা আমরা কম ছিলাম না। লিস্টে আমার নামও ছিলো। সেই পরিকল্পনার পরে কী হয়েছে জানি না।

নাঈম ভাইকে নিয়ে অনেকবার বলতে হয়েছে। সবাই আমরা দোষে-গুণে ভরা মানুষ। নাঈম ভাইয়ের জন্মদিনে তার গুণের কথাগুলো বলতে চাই। আমার সম্পাদকদের অনেকেই অনেক গুণ ছিলো। এদের মধ্যে আমি নাঈম ভাইয়ের সবসময় একটি গুণের প্রশংসা করি। সাংগঠনিক দক্ষতা। একজন লিডারের জন্য সেটি অনেক গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিয়ে একটি পরিবার সৃষ্টি করতে পারেন। অনেক সম্পাদকের হয়তো লেখালেখির ক্ষমতা নাঈম ভাইয়ের চেয়ে বেশি, কিন্তু এই সাংগঠনিক দক্ষতা তাদের সবার নেই। যে কারণে নাঈম ভাই একজন সফল ব্যক্তি এবং সফল সম্পাদক। তার বিরুদ্ধে নানা কুৎসা সত্ত্বেও তিনি এগিয়ে যাচ্ছেন তার পরিকল্পনা মতো। সকল খবরের কাগজ, দৈনিক আজকের কাগজ, আমাদের সময় সব কিছু ছিলো আমাদের সংবাদপত্র জগতের জন্য নতুন ধারার।

প্রচলিত ধারার বিরুদ্ধে গিয়ে কিছু করা সহজ নয়। নাঈম ভাই সেটা পেরেছেন কারণ এক্সপেরিমেন্ট করতে তিনি ভালোবাসেন। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে পারেন। যেটা অনেকের সাহসে কুলায় না। নাঈম ভাইয়ের আরেকটি গুণের কথা না বললে নয়। তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতি ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে শত্রুতা নয়’ এই নীতি তার ব্যক্তি জীবনে গ্রহণ করেছেন। নানা কারণে যাদের সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়েছে তারা সবাই আবার তার সঙ্গে আছেন কোনো না কোনোভাবে। অন্তত কথা বলার সংস্কৃতি বজায় আছে নাঈম ভাইয়ের সঙ্গে। এই থাকাতে নাঈম ভাইয়ের অবদানই বেশি। কারণ তিনি কারও সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চান না। অতীতকে ধরে আঁকড়ে থাকেন না। এটা আমাদের অনেকেই পারি না। জন্মদিনে নাঈম ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি। লেখক : ইরাক ও আফগান যুদ্ধ খ্যাত সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়