আমাদের সময় : আফ্রিকার শীর্ষ ধনী নারী কিভাবে নিজের দেশকে শোষণ করে ও দুর্নীতির মাধ্যমে নিজের ভাগ্য গড়ে তুলেছেন ফাঁস হওয়া নথিতে তা প্রকাশ পেয়েছে। আফ্রিকার খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ অ্যাঙ্গোলার ওই নারীর নাম ইসাবেল দোস সান্তোস। তিনি দেশটির জমি, খনিজ তেল, হীরা ও টেলিকম খাতের লাভজনক চুক্তিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন যখন তার বাবা হোসে এদুয়ার্দো দোস সান্তোস দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
এদুয়ার্দো দোস সান্তোস ১৯৭৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত একটানা অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি অ্যাঙ্গোলার সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফও ছিলেন। পাশাপাশি রাজনৈতিক দল পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব অ্যাঙ্গোলার (এমপিএলএ) সভাপতিও ছিলেন তিনি।
১৯৭৫ সালে পতুর্গালের উপনিবেশ অ্যাঙ্গোলা স্বাধীনতা লাভ করার কয়েক বছরের মধ্যেই দেশটির প্রেসিডেন্ট হন এদুয়ার্দো। এরপর ৩৮ বছর ধরে ক্ষমতায় থাকাকালে কঠোর হস্তে দেশ শাসন করেন তিনি। বিবিসি প্যানারোমা সম্প্রতি ফাঁস হওয়া নথিগুলো দেখেছে। ইসাবেল ও তার স্বামী সিন্ধিকা দোকলোকে একের পর এক সন্দেহজনক চুক্তির মাধ্যমে রাষ্ট্রের মূল্যবান সম্পদ ক্রয় করার অনুমতি দেওয়া হয়েছিল।