শিরোনাম
◈ খালেদা জিয়ার জন্য ‌শেখ হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ: আইএএনএসের রিপোর্ট ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ২১ জানুয়ারী, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোণায় মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার কিশোরী ৩ মাসের অন্ত.সত্ত্বা হয়ে গর্ভপাতের অভিযোগে মামলা

সুস্থির সরকার: কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রোববার দিবাগত রাতে নারী শিশু নির্যাতন ও গর্ভপাত আইনে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেন কিশোরীর পিতা। কিশোরীর পিতা এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, স্থানীয় রোয়াইলবাড়ী বাজারে আশরাফুল উলুম জান্নাতুল মা’ওয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল হালিম সাগর তার মাদ্রাসায় পড়ুয়া এক কিশোরীকে ৪ মাস আগে ধর্ষণ করেন। মেয়েটির পিরিয়ড বন্ধ হওয়ার পর ওই শিক্ষক মেয়েটিকে কলার সঙ্গে গর্ভপাতের ওষুধ মিশিয়ে খাওয়ান। গত ১৬ জানুয়ারী রাতে হঠাৎ মেয়েটির পেটে প্রচণ্ড ব্যাথা উঠে ও রক্তক্ষরণ শুরু হয়। এক পর্যায় মেয়েটি তার পরিবারের কাছে বিষয় জানায়।

সে জানায় কয়েক মাস পূর্বে মাদ্রাসার হুজুর তাকে বাথরুমে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরিবারের লোকজন হুজুরের সাথে যোগাযোগ করলে হুজুর বিষয়টি কাউকে না জানানোর কথা বলেন। ঐদিন রাতে মেযেটিকে অন্যের বাড়িতে রাখেন। পরদিন বিষয়টি জানাজানি হলে মেয়েকে নিয়ে থানায় যোগাযোগ করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুজ্জামান মেয়েটির শারীরিক অবস্থা খারাপ দেখে তাকে চিকিৎসা নেয়ার কথা বলেন। তারপর পরিবারের লোকজন তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ওসি রাশেদুজ্জামান আরও জানান অভিযুক্ত শিক্ষক পলাতক আছেন। তাকে গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়