মশিউর অর্ণব: ইউক্যালিপটাস গাছটি ‘গাম ট্রি’ নামেও পরিচিত। অস্ট্রেলিয়ায় মোট বনাঞ্চলের তিন-চতুর্থাংশেরও বেশি জায়গা জুড়ে আছে ইউক্যালিপটাস গাছ। বিজ্ঞানীরা বলছেন, ইউক্যালিপটাস গাছের বনে খুব সহজেই আগুন লেগে যেতে পারে। বিবিসি
ইউক্যালিপটাসের ছাল-বাকলগুলো কাণ্ড ও ডালপালা থেকে এমনভাবে ঝুলে থাকে যাতে আগুন খুব দ্রুতই গাছের উপরের দিকে উঠে যেতে পারে। তারপর বাতাসের সাহায্যে সেই আগুন ছড়িয়ে পড়তে পারে আশেপাশের গাছপালায়, সেখান থেকে ছড়াতে পারে গোটা জঙ্গলেও। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অগ্নিকাণ্ড বিষয়ক একজন বিশেষজ্ঞ ড. জেন কওসন জানান, এই গাছের ছালবাকলে যখন আগুন লেগে যায়, তখন সেটা বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় ‘স্পটিং’। এই আগুন ৩০ কিলোমিটার পর্যন্ত ছড়াতে পারে এবং সেটা নেভানোও খুব কঠিন।
কিছু কিছু ইউক্যালিপটাস গাছের পাতার মধ্যে এক ধরনের তেল থাকে, যেটা খুব সহজেই আগুন ধরিয়ে দিতে পারে। আগুন লেগে গেলে এই তেলের কারণে সেটা খুব দ্রুত পুড়েও যায়। এছাড়াও, ইউক্যালিপটাস গাছের নিচে এমন সব ঘাস থাকে যেগুলোতেও খুব দ্রুত আগুন লেগে যেতে পারে।