রাশিদ রিয়াজ : ব্রাইটন বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলটি ১৯৭৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইতালির ৮৫টি প্রদেশে পোপ জন পল ও বেনেডিক্টের ১২৯টি সফরে তাদের বক্তব্যের প্রভাব নিয়ে গবেষণায় এধরনের তথ্য পেয়েছে।
গবেষক দলের প্রাবন্ধিক ড. এগিডিও ফারিনা বলছেন, পোপদের বক্তব্যের পর জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার বেড়েছে। যৌনতা ও গর্ভধারণ (দ্বিগুণ) কমলেও জন্মহার স্থির রয়েছে। হয় দম্পতিরা কম যৌনতায় অভ্যস্ত হয়ে পড়েছেন কিংবা তারা আগের চেয়ে বেশি জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করছেন। তবে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারও শয়তানের প্ররোচনা হিসেবেই পোপের অনুসারীদের কাছে বিবেচিত। পোপদের পক্ষ থেকে গর্ভপাতকে অপবিত্র হিসেবে বলা হয়ে থাকে।
তবে পোপদের এধরনের বক্তব্যে চার্চে যাওয়ার চেয়ে যৌনতার ওপর গুরুত্ব দেয়া হয়। তিন মাসে নারীদের একবার চার্চে গমনের অভ্যাস আগের চেয়ে বেড়েছে, পুরুষদের ক্ষেত্রে তা হয়নি বলছে গবেষণাটি। স্টারইউকে