শিরোনাম
◈ ১১ বছর পর পঞ্চমবার এভারেস্ট জয় করলেন বাংলাদেশের বাবর আলী ◈ গাজায় ইসরায়েলি বর্বর হামলায় ফের বাস্তুচ্যূত ৯ লাখ ফিলিস্তিনি ◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২০, ০২:১১ রাত
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন বিরোধিতায় যোগ না দিয়ে আরসিইপি জোটের সাড়ে ১২ হাজার কোটি ডলারের বাজার হারানোর শোকে কাতর ভারত

নূর মাজিদ : চীন ২০১২ সালের শেষ দিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্য চর্চার অনুকূল আরইসিপি জোট গঠনের উদ্যোগ নেয়। ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কথা মাথায় রেখেই মার্কিন যুক্তরাষ্ট্র এই জোটে যোগ দেয়নি। অথচ আলোচিত ১৫ দেশের বাজারে ২৪টি চিহ্নিত শ্রেণীতে ভারতকে সাড়ে ১২ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানির সম্ভাবনা রয়েছে। বিশ্ববাণিজ্য সংস্থার এক গবেষণা সূত্রেই এই তথ্য জানানো হয়। এরপরেও গত বছরের নভেম্বরে রাজনৈতিক বিবেচনায় রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপি জোট থেকে ভারত নিজেও সরে আসে। খবর : ইকোনমিক টাইমস

২০১৮-১৯ বা গত অর্থবছরে আরসিইপি জোট সদস্য ১৫ দেশের সঙ্গে ভারতের মোট বাণিজ্য ঘাটতি ছিলো সাড়ে ১০ হাজার কোটি ডলার। বা ভারতের মোট বৈদেশিক বাণিজ্য ঘাটতির ৫৭ শতাংশ। শুধু চীনের সঙ্গেই ঘাটতি ছিলো ৫ হাজার ৪শ কোটি ডলার। জোট সদস্য থাকলে বরং ভারত এই ঘাটতি মেটাতে রপ্তানি বৃদ্ধির সুযোগ পেতো।

এদিকে বিশ্ববাণিজ্য সংস্থা যে ২৪টি পণ্যের রপ্তানি বাজার চিহ্নিত করেছে, তার শীর্ষ ১৫ উৎপাদক দেশের মাঝে রয়েছে ভারত। আবার চীন, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামের বাজারে এই পণ্যগুলোর আছে ব্যাপক চাহিদা। সব মিলিয়েই আঞ্চলিক বৈরিতার কারণে আরসিইপি ত্যাগ করে নিজের পায়েই কুড়াল মারা হলো কিনা সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন ভারতের অনেক অভিজ্ঞ বাণিজ্য বিশেষজ্ঞ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়