সারোয়ার জাহান: ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির (শনিবার) পরিবর্তে ৩ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, রোববার এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন রুটিন দেওয়া হবে।