রাশিদ রিয়াজ : শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়েছে, এশীয় ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে ইরানের ফুটবল ফেডারেশন একটি চিঠি পেয়েছে যেখানে ইরানি দলের আয়োজিত এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ দেশে আয়োজন করার কথা বলা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিমান বিধ্বস্তের সঙ্গে এএফসির এমন সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কিনা, তা পরিষ্কার নয়।
ইরানি ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির মেহদি আলভি বলেন, বিদেশি দলকে আমন্ত্রণ জানাতে ইরান প্রস্তুত। এএফসির ম্যাচগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বিদেশি দলগুলোর খেলার আয়োজনে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তা আমরা প্রমাণ করেছি। তেহরান টাইমস